যুক্তরাষ্ট্রে আইএস সক্রিয় থাকার শঙ্কা ওবামার
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) যুক্তরাষ্ট্রেও সক্রিয় থাকতে পারে।
স্থানীয় সময় বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর পেন্টাগনে শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে বারাক ওবামা এ কথা বলেন।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, মধ্যপ্রাচ্যের জঙ্গি সংগঠন আইএস দুর্বল হয়ে পড়েছে। তবে এখনো আশঙ্কার কারণ হতে পারে। তিনি আরো বলেন, মধ্যপ্রাচ্যে নিজেদের দখলে থাকা ভূমি হারানোর পরিপ্রেক্ষিতে জঙ্গি সংগঠনটি বিদেশে হামলা চালাচ্ছে বলে কিছু আলামত পাওয়া গেছে। একাকী বা ছোট ছোট দলে হামলা চালানোর বিষয়টি সত্য।
বারাক ওবামা বলেন, স্বঘোষিত রাজধানী সিরিয়ার রাকা শহরের নিয়ন্ত্রণ হারাচ্ছে আইএস। ইরাকের মসুল থেকে নিয়ন্ত্রণ হারাবে তারা। মধ্যপ্রাচ্যে চাপে থাকা আইএস ইরাক, ফ্রান্স, জার্মানি ও বাংলাদেশ এবং অপর কয়েকটি দেশে হামলা চালিয়েছে বা কোনো হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট আরো বলেন, যুক্তরাষ্ট্র ও ন্যাটোভুক্ত কোনো দেশকে হারাতে পারবে না আইএস।
বিবিসির খবরে বলা হয়, লিবিয়ায় আইএস কর্মকাণ্ডের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে পশ্চিমা দেশগুলো। এই মধ্যে লিবিয়ায় আইএস ঘাঁটির ওপর বিমান হামলা চালানোর উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র।
সংবাদ সম্মেলনে চলতি বছর জানুয়ারিতে মার্কিন নাগরিকের মুক্তিতে ইরানকে ৪০ কোটি মার্কিন ডলার দেওয়ার অভিযোগের বিষয়ে ওবামার কাছে জানতে চাওয়া হয়। তিনি বিষয়টি অস্বীকার করেন।