যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ হত্যার পক্ষে ট্রাম্পের সাফাই

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, প্রাথমিক তথ্য-উপাত্ত অনুযায়ী উইসকনসিন অঙ্গরাজ্যের মিলওয়াকি শহরে কৃষ্ণাঙ্গ এক ব্যক্তিকে পুলিশের গুলি করা যথার্থ ছিল।
স্থানীয় সময় মঙ্গলবার মিলওয়াকি শহরের পুলিশ দপ্তর পরিদর্শন শেষে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমে ফক্স নিউজকে এ কথা বলেন ট্রাম্প।
এর আগে ডোনাল্ড ট্রাম্প শেরিফ ডেভিড ক্লার্কের সঙ্গে বৈঠক করেন। ওই দিনই মিলওয়াকিতে নির্বাচনী প্রচারে অংশ নেন তিনি।
ডোনাল্ড ট্রাম্প ফক্স নিউজকে বলেন, কৃষ্ণাঙ্গ ব্যক্তিটি এক পুলিশ সদস্যের মাথা লক্ষ্য করে পিস্তল ধরে ছিল। এটি সত্যও হতে পারে। আবার মিথ্যাও। তবে মানুষের সংঘাতে যাওয়া ঠিক নয়।
ডোনাল্ড ট্রাম্প আরো বলেন, ‘আমাদের আইন মানতে হবে, নয়তো আমাদের কোনো দেশ থাকবে না।’
গত শনিবার মিলওয়াকি শহরে পুলিশের গুলিতে সিলভিল স্মিথ (২৩) নামে এক ব্যক্তির মৃত্যু হয়। শহরের কৃষ্ণাঙ্গ অধ্যুষিত এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার পর পরই শহরজুড়ে বিক্ষোভ দেখা যায়।
ঘটনার পর পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়, সিলভিল স্মিথের হাতে আগ্নেয়াস্ত্র ছিল এবং এটি সরাতে তিনি অস্বীকৃতি জানিয়েছিলেন।
মিলওয়াকি শহরজুড়ে বিক্ষোভের পরিপ্রেক্ষিতে শেরিফ ক্লার্ক ন্যাশনাল গার্ড তলব করেন। তবে এখনো বাহিনীর সদস্যদের শহরে মোতায়েন করা হয়নি।
কয়েক সপ্তাহ ধরেই বিতর্কিত বিভিন্ন মন্তব্য করে খবরের শিরোনাম হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এমন মন্তব্যের প্রভাব পড়েছে তাঁর প্রচারেও। রিপাবলিকান দলেরই অনেকে প্রকাশ্যে ট্রাম্পের বিরোধিতা করেছেন। আর সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ট্রাম্পের চেয়ে কয়েক ধাপ এগিয়ে গেছেন হিলারি।