যুক্তরাষ্ট্রে অভিবাসনপ্রত্যাশীদের জন্য ‘পরীক্ষা’র ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্রে অভিবাসনপ্রত্যাশীদের কঠোর পরীক্ষার আইন করবেন বলে জানিয়েছেন দেশটির রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।
ট্রাম্প বলেন, এই পরীক্ষার মাধ্যমে দেখা হবে অভিবাসনপ্রত্যাশীরা ধর্মীয় সহিষ্ণুতা ও পশ্চিমা মূল্যবোধ যেমন সমকামিতার মতো বিষয়ের সমর্থক কি না।
স্থানীয় সময় গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের এক নির্বাচনী প্রচারণার বক্তৃতায় ডোনাল্ড ট্রাম্প এসব কথা বলেন। বক্তৃতায় ডোনাল্ড ট্রাম্প জঙ্গিবাদ দমনে নিজের পরিকল্পনার কথা বলেন। একপর্যায়ে তিনি অভিবাসনপ্রত্যাশীদের জন্য নতুন পরীক্ষার কথা বলেন।
বিবিসি জানায়, এরই মধ্যে ডোনাল্ড ট্রাম্পের নতুন পরীক্ষা চালু করার কথার সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ডেমোক্র্যাটিক দলের প্রার্থী হিলারি ক্লিনটন। ট্রাম্পের এমন ইচ্ছাকে ‘মানববিদ্বেষী চাল’ অভিহিত করেন তিনি।
হিলারি ক্লিনটনের এক মুখপাত্র বলেন, এমন কথিত নীতিকে গুরুত্ব সহকারে নেওয়া যাবে না। আর সমকামী বিয়ের বিরোধী ডোনাল্ড ট্রাম্প কীভাবে এ কথা বলেন। আর ট্রাম্প তাঁর রানিং মেট (ভাইস প্রেসিডেন্ট প্রার্থী) হিসেবে এমন একজনকে (মাইক পেন্স) বেছে নিয়েছেন যিনি ইন্ডিয়ানা অঙ্গরাজ্যে সমকামিতাবিরোধী আইনে স্বাক্ষর করেছেন।
বিবিসি জানায়, ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনায় সন্ত্রাসবাদের ইতিহাস থাকা দেশগুলো থেকে যুক্তরাষ্ট্রে আসা নিষিদ্ধ করা হবে। তবে এ ক্ষেত্রে কোন কোন দেশ তা নির্দিষ্ট করা বলা হয়নি।
বিবিসি জানায়, ওহাইওর বক্তৃতায় জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে নিজের সামরিক পরিকল্পনার বিষয় কিছু জানাননি ট্রাম্প।
বক্তৃতায় আইএসের সম্পদ হওয়া থেকে বাঁচাতে ইরাকের তেল যুক্তরাষ্ট্রের সরকারের নিয়ে নেওয়া উচিত বলে মন্তব্য করেন ডোনাল্ড ট্রাম্প। এ ছাড়া বক্তৃতায় গুয়ানতানামো বে কারাগার খোলা রাখার ইচ্ছার কথা জানান ট্রাম্প।