বেফাঁস মন্তব্যে অনুতপ্ত ট্রাম্প!

নির্বাচনী প্রচারে বেফাঁস মন্তব্য করায় দুঃখপ্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। গতকাল বৃহস্পতিবার উত্তর ক্যারোলিনায় নির্বাচনী প্রচারে ট্রাম্প দুঃখপ্রকাশ করেন বলে জানিয়েছে এবিসি নিউজ।
সম্প্রতি বেফাঁস কথার জন্য দলের ভেতরে বাইরে সমালোচনার মুখোমুখি হওয়া ট্রাম্প বলেন, ‘নির্বাচনের প্রচারে অনেক কিছু নিয়েই কথা বলতে হয়। তাই মুখ ফস্কে ভুল কিছু বলে ফেলাটাই স্বাভাবিক। জানি আমার কথায় অনেকেই আঘাত পেয়েছেন। তার জন্য আমি খুবই দুঃখিত।’
দুঃখপ্রকাশ করে যুক্তরাষ্ট্রের মাল্টিবিলিওনিয়ার এই ব্যবসায়ী বলেন, ‘আসল কথা হল সারা জীবন ব্যবসা করেছি। কীভাবে অন্যকে চাকরি দেওয়া যায়, আশপাশের মানুষের জীবন সুন্দরভাবে গড়ে দেওয়া যায় সেই নিয়েই ব্যস্ত থাকতাম। তাই গুছিয়ে কথা বলাটা শেখা হয়ে ওঠেনি। তবে একটা ব্যাপারে আমি নিশ্চিত। অপ্রিয় হলেও, আমি কিন্তু সব সময় সত্যি কথাই বলি। আগে কারখানার শ্রমিকদের হয়ে কথা বলতাম, এখন গোটা দেশবাসীর হয়ে কথা বলি।’
তবে নিজেকে অনুতপ্ত বলে ঘোষণা করলেও, প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটপ্রার্থী হিলারি ক্লিনটনকে আক্রমণ করতে ভোলেননি ট্রাম্প। দুঃখ প্রকাশের পরপরই ট্রাম্প বললেন, আমি তো উল্টাপাল্টা মন্তব্যের জন্য দুঃখপ্রকাশ করলাম। কিন্তু আমার প্রতিপক্ষ একজন (হিলারি) তো আছেন যিনি জীবনেও সত্যি কথা বলেননি। দিনের পর দিন মিথ্যে কথা বলেই এত দিন রাজনীতিতে করে এসেছেন।
এদিকে এবিসি নিউজ জানিয়েছে, নতুন করে প্রচারণা ম্যানেজার নিয়োগ দেওয়ার পর এই প্রথম জনসম্মুখে আসলেন ট্রাম্প। এর আগে কৃষ্ণাঙ্গ হত্যা, যুক্তরাষ্ট্রের মুসলিম সম্প্রদায়, গণমাধ্যম ও হিলারি ক্লিনটনকে নিয়ে বিভিন্ন মন্তব্য করে বিতর্কের মুখে পড়েন ট্রাম্প।
আগামী ৮ নভেম্বর দেশটির প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। সে নির্বাচনকে সামনে রেখে ট্রাম্পের এই দুঃখ প্রকাশ নতুন কোনো রাজনৈতিক কৌশল হতে পারে বলেও মনে করছেন অনেকে।