যুক্তরাষ্ট্রে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় হারমাইন

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের দক্ষিণ উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় হারমাইন।
স্থানীয় সময় শুক্রবার দিনের শুরুতেই ঘূর্ণিঝড়টি আঘাত হানে।
গত ১১ বছরের ইতিহাসে এই প্রথম কোনো এক মাত্রার ঘূর্ণিঝড় ফ্লোরিডায় আঘাত হানল।
অঙ্গরাজ্যটির গভর্নর রিক স্কট সেখানকার ৫১টি কাউন্টিতে জরুরি অবস্থা জারি করেছেন। এসব এলাকার বাসিন্দাকে সাবধানে থাকতে বলা হয়েছে।
যুক্তরাষ্ট্রের জাতীয় ঘূর্ণিঝড় কেন্দ্র এনএইচসি জানায়, গতকাল বৃহস্পতিবার ঘূর্ণিঝড় হারমাইনের প্রভাবে বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১৩০ কিলোমিটার।
ঘূর্ণিঝড় হারমাইনের কবলে থাকা ফ্লোরিডার রাজধানী ত্যালাহাসিতে ৭০ হাজার বাড়ি বর্তমানে বিদ্যুৎহীন বলে জানিয়েছেন শহরের কর্মকর্তারা।
আবহাওয়া বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, ঘূর্ণিঝড়ের প্রভাবে ত্যালাহাসি শহরে হঠাৎ বন্যা দেখা দিতে পারে। তাই শহরের বাসিন্দাদের উঁচু স্থানে আশ্রয় নিতে বলা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমের ছবিতে দক্ষিণ ত্যালাহাসির সড়ক ও নিচু জায়গাগুলো ডুবে থাকতে দেখা যায়।
ত্যালাহাসি শহরের সিডার কি এলাকার পুলিশপ্রধান ভার্জিল স্যান্ডলিন বলেন, সবকিছু এলোমেলো হয়ে পড়েছে। অনেক স্থানে বেশ পানি জমেছে। ১৯৮৫ সাল থেকে ওই এলাকায় বসবাস করছেন তিনি। তবে কখনোই এমন খারাপ পরিস্থিতি দেখেননি।
সর্বশেষ ২০০৫ সালের অক্টোবরে ফ্লোরিডায় ‘উইলমা’ নামে বড় মাপের ঘূর্ণিঝড় আঘাত হানে। একই বছর ঘূর্ণিঝড় ‘ক্যাটরিনা’র আঘাত ও ভূমিধসে পাঁচজন নিহত হন। ওই বছর এসব প্রাকৃতিক দুর্যোগে ফ্লোরিডায় ক্ষতি হয় দুই হাজার ৩০০ কোটি মার্কিন ডলার।
ফ্লোরিডার গভর্নর রিক স্কট বলেন, এবারের ঘূর্ণিঝড়ে প্রাণহানির শঙ্কা আছে। ঘূর্ণিঝড়ের সময় ও পরে উদ্ধারকাজের জন্য আট হাজার ন্যাশনাল গার্ড প্রস্তুত রাখা হয়েছে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, ঘূর্ণিঝড় হারমাইন জর্জিয়া এবং নর্থ ও সাউথ ক্যারোলিনা অঙ্গরাজ্যেও আঘাত হানতে পারে। এ ছাড়া ঘূর্ণিঝড়ের কারণে অঙ্গরাজ্যগুলোতে ভারি বৃষ্টিপাত হওয়ার শঙ্কা আছে।
জর্জিয়ার গভর্নর এরই মধ্যে ৫৬টি কাউন্টিতে জরুরি অবস্থা জারি করেছেন।