ফিলিপাইনে মার্কেটে বোমা হামলা, নিহত ১৪

ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তের শহর দাভাওয়ের একটি মার্কেটে বোমা হামলায় কমপক্ষে ১৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৬০ জন।
স্থানীয় সময় শুক্রবার এ হামলা হয়।
বোমা হামলায় আহত ব্যক্তিদের মধ্যে ৩০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ হামলার পর পরবর্তী যেকোনো নাশকতা ঠেকাতে রাজধানী শহর ম্যানিলায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।
দাভাওয়ের মার্কো পোলো হোটেলের বাইরে হামলা হয়। এই হোটেলটিতে তিনি নিয়মিত যাতায়াত করেন। তবে হামলায় দাভাওয়ে থাকা প্রেসিডেন্ট অক্ষত আছেন।
বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, ঘটনাস্থলের আশপাশে ছড়িয়ে-ছিটিয়ে আছে ভাঙা কাচ ও প্লাস্টিকের কিছু চেয়ার। পুরো এলাকা ঘিরে রেখেছেন পুলিশের বোমা বিশেষজ্ঞ ও তদন্তকারীরা।
হামলার পর দেশে ‘নৈরাজ্যকর পরিস্থিতি’ বিরাজ করছে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট দুতের্তে। এমন বাস্তবতায় তিনি দেশটির বিভিন্ন শহরে সেনা মোতায়েনের কথা বলেছেন। এই সেনারা তল্লাশি চৌকিগুলোতে পুলিশের সঙ্গে কাজ করবে।
মার্কেটে হামলার দায় স্বীকার করেছে আবু সায়াফ নামের একটি জঙ্গিগোষ্ঠী। তবে প্রেসিডেন্ট মনে করছেন, মাদক পাচারকারীচক্র এ হামলার নেপথ্যে থাকতে পারে।