মাত্র এক বছরের ব্যবধানে

দুটি ছবি। দুই সময়ের। উপলক্ষ একটিই। কিন্তু ছবি দেখলেই মনে হবে বদলে গেছে অনেক কিছু।
জি-২০ সম্মেলনে তোলা একটি ছবি। বিশ্বের ক্ষমতাধর ২০টি দেশের রাষ্ট্রনায়করা দাঁড়িয়ে আছেন। ঠিক এ রকম একটি ছবি বের করা হয়েছে ২০১৫ সালের সম্মেলনের। কলাকুশলীরা প্রায় সবাই একই। কিন্তু পাশাপাশি রাখলেই বোঝা যাচ্ছে কিছুটা পার্থক্য।
ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্থান টাইমসের খবরে জানানো হয়, চলতি বছরের ছবি ও এর আগের আয়োজনের ছবি পাশাপাশি রেখে দেখানো হচ্ছে বিভিন্ন সামাজিক মাধ্যমে। সম্পূর্ণ বিপরীত চিত্র। আর তাতেই মন্তব্যে ভরে যাচ্ছে।
এবার জি-২০ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে চীনে। রাষ্ট্রনায়করা দাঁড়িয়ে আছেন। ছবিতে দেখা যাচ্ছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দাঁড়িয়ে আছেন তুরস্কের প্রেসিডেন্ট তাইয়েপ এরদোয়ান। কেবল দাঁড়ানো না কানে কানে কথা বলাবলি চলছে পুতিন আর এরদোয়ানের মধ্যে। আর অন্য প্রান্তে দাঁড়িয়ে আছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। উঁকি মেরে দেখছেন রাশিয়া আর তুরস্কের কানাকানি।
২০১৫ সালের জি-২০ সম্মেলন অনুষ্ঠিত হয় তুরস্কে। ওই বছরের ছবিতেও দেখা যায় রাষ্ট্রনায়করা দাঁড়িয়ে আছেন। সবার মাঝে দাঁড়িয়ে করমর্দন করছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান ও মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। অন্য এক প্রান্তে দাঁড়িয়ে তা দেখেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
সামাজিক মাধ্যমে নানাজনে বলছেন, এই হচ্ছে বিশ্ব রাজনীতি। কখন কী যে পাল্টে যায়। এক ব্যক্তি তো লিখেই ফেলেছেন, ‘এরদোয়ানের সঙ্গে পুতিনের এ কানাকানিতে ওবামার হিংসা হচ্ছে।’
তবে ওই তিনজন ছাড়াও আরেকটি চরিত্র আছে আলোচনা করার মতো। তিনি ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট দিলমা রুসেফ। ২০১৫ সালে তুরস্ক সম্মেলনে রাষ্ট্রনায়কদের সঙ্গে ছিলেন। এবারের ছবিতে তিনি নেই। কিছুদিন আগেই যে পদ হারিয়েছেন দিলমা।