হোয়াইট হাউসে ওবামা এখন কেবল ‘অতিথি’!

হোয়াইট হাউসে ওবামা এখন কেবল অতিথি বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রে সফররত কাশ্মীরবিষয়ক পাকিস্তানের বিশেষ দূত মুশাহিদ হুসাইন সাঈদ। গত সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরকালে তিনি এ মন্তব্য করেন।
এদিকে, পাকিস্তানের বিশেষ দূতের এই মন্তব্যটিকে ‘হাস্যকর’ বলে উড়িয়ে দিয়েছে হোয়াইট হাউস কর্তৃপক্ষ।
যুক্তরাষ্ট্র সরকারের কাছে পাকিস্তানের প্রত্যাশা কী—এমন প্রশ্নের জবাবে কাশ্মীরবিষয়ক পাকিস্তানের বিশেষ দূত মুশাহিদ হুসাইন সাঈদ বলেন, আগামী কয়েক মাসের জন্য ওবামা হোয়াইট হাউসের অতিথি। যুক্তরাষ্ট্রের থিঙ্কট্যাঙ্ক বলে খ্যাত আটলান্টা কাউন্সিলে দাঁড়িয়ে এ মন্তব্য করেন তিনি।
হুসাইন সাঈদ বলেন, ‘পাকিস্তান যুক্তরাষ্ট্রের কাছে যেটা চায় এবং আমি যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রশাসনের কথা বলছি। কারণ, ওবামা আগামী কয়েক মাসের অতিথি মাত্র। ২০১৭ সালের ২০ জানুয়ারিতে এখানে নতুন এক প্রশাসন থাকবে।’
ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে জানায়, এর মাধ্যমে হুসাইন সাঈদ স্পষ্ট করে দিয়েছেন যে যুক্তরাষ্ট্রের কাছে পাকিস্তানের প্রত্যাশা কেবল নির্বাচন-পরবর্তী প্রশাসনের ওপর। তা না হলে বর্তমান সরকারকে একেবারেই উপেক্ষা করে এ বক্তব্য দিতে পারতেন না তিনি।
এদিকে, পাকিস্তানের বিশেষ দূতের বিতর্কিত মন্তব্যের প্রতিবাদ জানিয়েছে হোয়াইট হাউস কর্তৃপক্ষ ও স্বরাষ্ট্র দপ্তর। যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র দপ্তরের উপমুখপাত্র মার্ক টোনার গতকাল বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, এটি একটি হাস্যকর মন্তব্য। একজন দায়িত্বপ্রাপ্ত প্রেসিডেন্টের সম্পর্কে এমন মন্তব্যের অধিকার তিনি রাখেন না।