নেপালে ফের ভূমিকম্প, নিহত ৪২
নেপালের আবার বড় মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ মঙ্গলবার বাংলাদেশের স্থানীয় সময় দুপুর দুপুর ১টা ৫ মিনিট ১৯ সেকেন্ডে রিখটার স্কেলে ৭ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পটি হয়। নেপাল ছাড়াও ভূমিকম্পটি অনভূত হয় বাংলাদেশ, ভারত ও চীনে।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ভূমিকম্পের ঘটনায় নেপালে এখনো পর্যন্ত ৪২ জন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। এ ছাড়া কয়েক হাজার মানুষ আহত হয়েছে। আর টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ভূমিকম্পে ভারতের বিহারে ১৭ জন মারা গেছেন।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নেপালের কোদারি থেকে ১৮ কিলোমিটার দক্ষিণ-পূর্ব। বিবিসি জানিয়েছে, ভূমিকম্পটি প্রায় ২৫ সেকেন্ড স্থায়ী ছিল।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ভূমিকম্পে নেপালের কাঠমান্ডুতে একটি ভবন ধসে পড়ে। নেপালের কর্মকর্তারা সেখানে ৪২ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
এনডিটিভি জানিয়েছে, দিল্লিতে টানা ৩০ সেকেন্ড ভূমিকম্প অনুভূত হয়। দিল্লির অনেক স্কুলে এই সময় ছুটি ঘোষণা করে শিক্ষার্থীদের খেলার মাঠে জড়ো করা হয়।
এনডিটিভি আরো জানায়, ৭.৩ মাত্রার পর নেপালে টানা আরো চারটি ভূমিকম্প অনুভূত হয়। তবে এগুলোর মাত্রা রিখটার স্কেলে ৪ থেকে ৫ এর মধ্যেই ছিল।
এর আগে গত ২৫ এপ্রিল স্থানীয় সময় দুপুর ১২টার দিকে নেপালে ৭.৮ মাত্রার ভূমিকম্প হয়। এতে দেশটির রাজধানী কাঠমান্ডুসহ বিভিন্ন এলাকার পুরনো ও নতুন অনেক স্থাপনা ধসে পড়ে। এই ঘটনায় নেপালে আন্তত আট হাজার মানুষ মারা যায়। নেপাল ছাড়াও পাশের দেশ ভারত, চীন ও বাংলাদেশসহ তিব্বত অঞ্চলে শতাধিক মানুষের মৃত্যু হয়।