ওবামার ভোট ধরতে না পারায় হিলারির ‘সর্বনাশ’

বারাক ওবামা যেসব ভোটারকে টানতে পেরেছিলেন তাঁদের থেকে হিলারি কম ভোট পেয়েছেন। ওবামার স্থানগুলোকে গুরুত্ব কম দেওয়ার কারণেই হোয়াইট হাউসে প্রেসিডেন্ট হিসেবে যেতে পারলেন না হিলারি ক্লিনটন। তাঁর ‘সর্বনাশের’ জন্য এটাকেই প্রধান কারণ হিসেবে তুলে ধরেছে সিএনএন।
তবে ট্রাম্প ঠিকই রিপাবলিকান মিট রমনির জায়গাগুলো ধরে রাখতে পেরেছিলেন, যা তাঁকে জয় এনে দিল।
হিলারি তাঁর নির্বাচনী প্রচারণা বন্ধ করার সময় জয়ের ব্যাপারে আশাবাদী ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তিনি পরাজয় মেনে নিয়ে যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোনে অভিনন্দন জানিয়েছেন।
হিলারির এই পরাজয়ের পেছনে বেশ কিছু কারণ তুলে ধরেছে সিএনএন।
হিলারি ভেবেই নিয়েছিলেন ওবামার স্থানগুলোতে তিনি বেশি ভোট পাবেন। তাই লাতিন ও আফ্রিকান বংশোদ্ভূত মার্কিন এবং তরুণ ভোটারদের কাছে খুব একটা যাননি হিলারি। ফলও হয়েছে উল্টো।
ওবামা ১৮-২৯ বছর বয়সীদের থেকে ৬০ শতাংশ ভোট পেলেও এবার হিলারি পেয়েছেন ৫৪ শতাংশ। একইভাবে ওবামা লাটিনদের থেকে ভোট পেয়েছিলেন ৭১ শতাংশ, সেখানে হিলারি পেয়েছেন ৬৫ শতাংশ। আফ্রিকান বংশোদ্ভূত মার্কিনদের থেকে ওবামা পেয়েছিলেন ৯৩ শতাংশ, সেখানে হিলারি পেয়েছেন ৮৮ শতাংশ।
ডোনাল্ড ট্রাম্পের নানা বিতর্কিত মন্তব্যের পরও আফ্রিকান ও লাতিন বংশোদ্ভূত মার্কিনিদের ভোট না পাওয়া হিলারির জন্য বড় ব্যর্থতা হিসেবে তুলে ধরেছে সিএনএন।