ওবামাকে গালির পর ট্রাম্পকে দুতের্তের অভিনন্দন

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন ফিলিপাইনের বিতর্কিত প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে।
গত সেপ্টেম্বর মাসে লাওসে আসিয়ান শীর্ষ সম্মেলন চলাকালে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে ‘সন অব বিচ’ বা কুকুরের বাচ্চা বলে গালি দিয়েছিলেন দুতের্তে। এর পর থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটতে থাকে দেশটির।
তবে গতকাল বুধবার ট্রাম্পের বিজয়ের খবর শুনে সাধুবাদ জানিয়ে দুতার্তে বলেন, ‘যেহেতু এখন ট্রাম্প এসেছেন তাই আমি তাঁকে স্বাগত জানাই। তিনি দীর্ঘজীবী হোন। আমি তাঁর সঙ্গে যুদ্ধ করতে চাই না।’
দুতের্তে বলেছেন, তাঁর ব্যাপারে বারাক ওবামা সমালোচনা করায় ক্ষোভ ছিল।
অবশ্য গত অক্টোবরে চীন সফরে গিয়ে দুতার্তে বলেছিলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সব সম্পর্ক শেষ হয়ে গেছে। আমেরিকা হারিয়ে গেছে বলেও মন্তব্য করেছিলেন তিনি। তবে ট্রাম্প নির্বাচিত হওয়ার পরের দিনই তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কিছু সামরিক মহড়া করা হবে।
অথচ গত অক্টোবরেই দুতার্তে ঘোষণা দিয়েছিলেন যে, অদূর ভবিষ্যতে যুক্তরাষ্ট্র আর ফিলিপাইনের মধ্যে কোনো সামরিক মহড়া অনুষ্ঠিত হবে না। তবে আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে ফিলিপিনের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রী ডেলফিন এন লরেনজানা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক মহড়া চালিয়ে যেতে সম্মত হয়েছেন প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে। দুই দেশের মধ্যে যৌথ সামরিক প্রশিক্ষণ ও অনুশীলনও চলবে বলে জানান তিনি।
গত জুন মাসে ক্ষমতা গ্রহণের পর থেকে নানাভাবে বিতর্কের জন্ম দিয়েছেন রদ্রিগো দুতের্তে। তাঁর দেশজুড়ে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার পর শত শত মাদক ব্যবসায়ী ও গ্রহণকারী নিহত হয়েছেন। এ ছাড়া বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও তাঁর প্রতিপক্ষকে নিয়েও নানা সময়ে নানা বিতর্কিত মন্তব্য করেছেন তিনি।