ট্রাম্প টাওয়ারের সামনে বালুর ট্রাকের সারি!

ডোনাল্ড ট্রাম্পবিরোধী বিক্ষোভ থামছে না। বরং ছড়িয়ে পড়ছে পুরো যুক্তরাষ্ট্রে। বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পকে মানতে রাজি নন। বিক্ষোভ হচ্ছে নিউইয়র্কে ট্রাম্পের ভবন ট্রাম্প টাওয়ারের সামনেও। ওই টাওয়ারের সামনেই নিরাপত্তা নিশ্চিত করতে রাখা হয়েছে বালুভর্তি ট্রাকের সারি!
সংবাদ সংস্থা এপির বরাত দিয়ে ফরচুন জানিয়েছে, গত শুক্রবার থেকে বালুর ট্র্রাকগুলো ৬৬৪ ফুট উঁচু ট্রাম্প টাওয়ারের সামনে অবস্থান নিয়েছে। সম্ভাব্য গাড়িবোমা হামলা থেকে রক্ষার জন্যই এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে ফরচুন। ট্রাকগুলো স্যানিটেশন বিভাগের। ট্রাকগুলো সারিবদ্ধভাবে দাঁড়ানো আর সামনে লেখা নিউইয়র্ক পুলিশ বিভাগ (এনওয়াইপিডি)।
তবে বিষয়টি নিয়ে এখনো বিস্তারিত জানায়নি নিউইয়র্ক পুলিশ।
ট্রাম্প টাওয়ারে আসা লোকজনদেরও বিষয়টি জানানো হয়। ওই ভবনেই আছে বিশ্বখ্যাত জুয়েলারি প্রতিষ্ঠান টিফানি অ্যান্ড কোম্পানির শোরুম। বড়দিন সামনে আর এ উপলক্ষে দোকানে আলোকসজ্জা করার কথা ছিল টিফানির। কিন্তু তা এখন বন্ধ রাখা হয়েছে। বিষয়টি নিয়ে পুলিশের সঙ্গে কথা বলেছেন টিফানির মুখপাত্র নাথান স্ট্রস। তিনি বলেন, ‘এ সময়টা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।’
ট্রাম্প টাওয়ারে আছে ফ্যাশন সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান গুচ্চির শোরুম। তবে এ ব্যাপারে ওই প্রতিষ্ঠান কোনো মন্তব্য করেনি।
গত ৯ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটনকে পরাজিত করেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ওই দিন থেকেই সারা দেশে ট্রাম্পবিরোধী বিক্ষোভ শুরু হয়।