ফুকুশিমায় আবারও শক্তিশালী ভূমিকম্প
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/11/24/photo-1479996100.jpg)
গত মঙ্গলবারের ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পের জের এখনো কাটিয়ে উঠতে পারেনি জাপান। এর মধ্যেই আবার একটি বড় ভূমিকম্প আঘাত হানল দেশটিতে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ কেন্দ্রের বরাত দিয়ে রয়টার্স জানায়, জাপানের উত্তর-পূর্বাঞ্চলে ফুকুশিমা এলাকায় বৃহস্পতিবার ভোরে ৫.৬ মাত্রার ভূমিকম্প হয়েছে।
মঙ্গলবারের শক্তিশালী ভূমিকম্পের পর ফুকুশিমা পরমাণু বিদ্যুৎকেন্দ্রের কাছে সুনামি হওয়ার মাত্র দুইদিন পর সর্বশেষ একই এলাকায় আবার এই শক্তিশালী ভূমিকম্প হলো।
জাপান কর্তৃপক্ষ জানায়, স্থানীয় সময় ৬টা ২৩ মিনিটে (গ্রিনিচ মান সময়) টোকিও থেকে প্রায় ২ ১০ কিলোমিটার (১৩০ মাইল) দূরে ফুকুশিমা এলাকায় বৃহস্পতিবারের ভূমিকম্পের পর তাৎক্ষণিকভাবে সুনামি বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
সরকারি টিভি চ্যানেল এনএইচকে ফুকুশিমা বিদ্যুৎকেন্দ্রের নিয়ন্ত্রক প্রতিষ্ঠান টোকিও ইলেক্ট্রিক পাওয়ারের বরাত দিয়ে জানিয়েছে, সবশেষ এ ভূমিকম্পের কারণে বিদ্যুৎকেন্দ্রে নতুন করে কোনো সমস্যার সৃষ্টি হয়নি।