বাড়িতে পিৎজা দিয়ে যাবে হরিণ!
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/11/25/photo-1480074166.jpg)
পিৎজা ব্যবসায়ী প্রতিষ্ঠান ডমিনোসের জাপানি শাখা আশ্চর্য এক ঘোষণা দিয়েছে। তারা বলেছে, শীতের মধ্যে বাড়ি বা অফিসে পিৎজা পৌঁছে দেওয়ার জন্য বল্গাহরিণকে ব্যবহারের চিন্তা চলছে। এ জন্য প্রশিক্ষণ দেওয়া হচ্ছ।
ডমিনোস জাপান বলেছে, আরোহীবিহীন বল্গাহরিণের মাধ্যমে পিৎজা সরবরাহ করা যায় কি না, তা পরীক্ষা করছে তারা।
প্রতিষ্ঠানটি কিছু স্থিরচিত্র প্রকাশ করেছে। এতে বল্পাহরিণের পিঠে কীভাবে পিৎজা গরম করার যন্ত্র কাজ করবে তা দেখানো হচ্ছে এবং হোক্কাইদোর বরফাচ্ছাদিত শহর ইশিকারিতে বল্গাহরিণকে পিৎজা সরবরাহের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
ইউটিউবে ছেড়ে ভিডিওচিত্রে বল্গাহরিণের পিৎজা সরবরাহ কীভাবে কাজ করবে তা দেখা যায়। এ ছাড়া গ্লোবাল পজিশনিং সিস্টেম বা জিপিএস ব্যবহার করা হবে, হরিণের পিৎজা সরবরাহের আপডেট জানতে। তবে এখনো কিছু সমস্যা রয়ে গেছে। যেমন পিৎজা গরমকারী যন্ত্রটি হরিণের সঙ্গে আটকে রাখা এবং প্রাণীটি রাস্তায় যাতে গিয়ে বিপদে না পড়ে, তা নিয়ে আরো কাজ করতে হবে।