যুক্তরাষ্ট্রে কার্গো প্লেন বিধ্বস্ত হয়ে নিহত ৭
যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যের লুইসভিল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে একটি কার্গো প্লেন আকাশে ওঠার পরপরই বিধ্বস্ত হয়ে কমপক্ষে সাতজন নিহত হয়েছে। এই দুর্ঘটনায় আহত হয়েছে আরও বেশ কয়েকজন। স্থানীয় সময় মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে প্লেনটি বিমানবন্দরের কাছে বাণিজ্যিক এলাকায় বিধ্বস্ত হয় ও এতে আগুন ধরে যায়। খবর এএফপির।
যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন প্রশাসন (এফএএ) জানিয়েছে, ম্যাকডোনাল্ড ডগলাস-১১ মডেলের উড়োজাহাজটি হাওয়াইয়ের উদ্দেশে যাচ্ছিল। কেন্টাকির গভর্নর অ্যান্ডি বেশার বলেছেন, আহত ও নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, জরুরি বিভাগের কর্মীরা দুর্ঘটনার স্থানে পৌঁছে দ্রুত কাজ শুরু করে এবং আগুন নেভাতে তাদের বেশ কষ্ট করতে হয়। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চালানো হবে।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের পাশাপাশি এফএএ বিমান বিধ্বস্তের কারণ অনুসন্ধানে তদন্ত চালাচ্ছে। লুইসভিল বিমান বন্দরের কর্মকর্তারা এক ঘোষণায় জানিয়েছে, মঙ্গলবার বিকেলের পর থেকে নির্ধারিত ফ্লাইটগুলো বাতিল করা হয়েছে। কার্গো কোম্পানি ইউপিএস তাদের প্যাকেজ বাছাইয়ের কাজ সাময়িকভাবে বন্ধ রেখেছে।
ইউপিএস পণ্য সরবরাহের জন্য একটি বেশ বড় প্রতিষ্ঠান। বিশ্বের দুইশ’র বেশি দেশে তাদের পণ্য সরবরাহ করা হয় এবং দৈনিক প্রায় দুই হাজার ফ্লাইট পরিচালিত হয়। তাদের বিমান বহরে ৫১৬টি উড়োজাহাজ রয়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক