চীনে শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতি
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/11/26/photo-1480162531.jpg)
চীনের উত্তর-পূর্বাঞ্চলে তাজিকিস্তান সীমান্তের কাছে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ৬ দশমিক ৭ মাত্রার ওই ভূমিকম্পে অন্তত তিনজন নিহত হয়েছেন। এ ছাড়া সীমান্তে ওই ভূমিকম্পে কাছগার ও দুসানবে এবং পাশের কয়েকটি শহরের দালানকোঠার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
চীনের বার্তা সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে রয়টার্স জানায়, স্থানীয় সময় শুক্রবার গভীর রাতে আকতো কাউন্টি নামে পরিচিত ওই এলাকায় ভূমিকম্প হয়। কম্পনের উৎস ছিল আকতো কাউন্টির পার্বত্য অঞ্চলে, মাটির ৭৫ কিলোমিটার গভীরে। দুই দফা ভূমিকম্পে কাছগারের বেশ কয়েকটি বাড়ি বিধ্বস্ত হয়।
ভূমিকম্পের ব্যাপারে সিনহুয়া জানিয়েছে, ভূমিকম্পের পুরো ক্ষয়ক্ষতি এখনো নিরূপণ করা যায়নি। সীমান্তবর্তী পার্বত্য ওই এলাকায় বেশ কয়েকটি স্থানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে বলেও খবরে জানানো হয়।