ভারতে নোট বাতিলের সমালোচনায় অমর্ত্য সেন
ভারতে মোদি সরকারের নোট বাতিলের পদক্ষেপের সমালোচনা করলেন দেশটির নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। ভারতের ইংরেজি দৈনিক দি ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে অমর্ত্য সেন বলেছেন, ‘একমাত্র স্বৈরাচারী সরকারের পক্ষেই এভাবে সাধারণ মানুষকে বিপাকের মধ্যে ফেলে দেওয়া সম্ভব।’
নোবেলজয়ী এই অর্থনীতিবিদ বলেন, ‘সরকারের এমন সিদ্ধান্তের জেরে ভারতের লাখ লাখ নিরীহ মানুষ আজ তাঁদের নিজেদের টাকা থেকেও তা ভোগ করতে পারছেন না। সেই সঙ্গে চরম দুর্ভোগেও পড়েছেন মানুষ। যা মোটেই কাম্য নয়।’ অমর্ত্য সেন বলেন, ‘আচমকা মানুষকে বলে দেওয়া হয়েছে, আপনাদের কাছে যে নোটগুলো রয়েছে, সেই নোটগুলোর আর কোনো মূল্য নেই, এটা একমাত্র স্বৈরাচারী সরকারের পদক্ষেপের প্রয়োগ।’
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নোট বাতিলের মাধ্যমে ভারতের ভালো হবে বলে দাবি করলেও অমর্ত্য সেনের প্রশ্ন, ‘নোট বাতিল করে কীভাবে দেশের ভালো হবে তা বোঝা যাচ্ছে না। এটা বিদেশ থেকে কালো টাকা ফেরানোর মতো আরেকটা ব্যর্থতা হতে পারে।’
অমর্ত্য সেনের মন্তব্য, ‘যাঁদের কালো টাকা রয়েছে, এই পদক্ষেপে তাঁদের কিছু যাবে-আসবে না। উলটে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ ও ছোট ছোট ব্যবসায়ীরা।’
ভারতে নোট বাতিলের সপক্ষে বলতে গিয়ে মোদি সরকার বারবার বলেছেন, ভবিষ্যতে ভালো ফল পেতে গেলে একটু কষ্ট সহ্য করতে হয়। সেই প্রসঙ্গেও অমর্ত্য সেন বলেন, ‘ভালো নীতি অনেক সময় যন্ত্রণাদায়ক হয়, তবে সব যন্ত্রণাদায়ক পরিস্থিতি যে ভালো নীতির কারণে তৈরি হয়, এমনটা কিন্তু নয়।’