পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ‘বঙ্গবিভূষণ’ সম্মান নিচ্ছেন না অমর্ত্য সেন
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ‘বঙ্গবিভূষণ’ সম্মান নিচ্ছেন না নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। ভারতের গণমাধ্যমসূত্রে এমনটাই জানা গেছে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছিল, অমর্ত্য সেনকে বঙ্গবিভূষণ সম্মানে সম্মানিত করা হবে। ওই তালিকায় অমর্ত্য সেন ছাড়াও নাম রয়েছে নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়সহ আরও কয়েকজনের। কিন্তু রাজ্য সরকারের ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই অমর্ত্য সেনের পরিবারের তরফে জানানো হয়েছে, তিনি এই পুরষ্কার গ্রহণ করছেন না।
তবে তার পেছনের সঠিক কারণ কী, সেই বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। অমর্ত্য সেনের পরিবারের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, এই মুহূর্তে তিনি বিদেশে রয়েছেন। এখনই দেশে ফিরছেন না নোবেলজয়ী অর্থনীতিবিদ। কিন্তু হঠাৎ কেন এই পুরস্কার প্রত্যাখ্যান করলেন তিনি? এই বিষয়ে একটি মহলের ধারণা, এসএসসি নিয়োগে দুর্নীতি মামলা ও পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেপ্তারকেই মনে করা হচ্ছে।
কয়েকদিন আগেই পশ্চিমবঙ্গের বাম নেতা সুজন চক্রবর্তী অমর্ত্য সেন, অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়দের উদ্দেশে বঙ্গবিভূষণ বয়কটের আর্জি জানিয়েছিলেন। তিনি বলেন, রাজ্য সরকার যাঁদেরকে বঙ্গবিভূষণ দেওয়ার কথা বলেছে, তাঁরা অবিলম্বে এই চাকরির জন্য আন্দোলনকারী ছেলে মেয়েগুলোর কথা ভেবে বয়কট করুন। দুর্নীতিগ্রস্ত সরকারের মঞ্চে আপনারা হাজির হবেন না। তাহলে আপনাদের জন্য আন্দোলনকারী ছাত্রছাত্রীদের মনে সম্মান অটুট থাকবে। এই সম্মান আপনাদের গরিমা বাড়াবে না।
আগামীকাল সোমবার রাজ্য সরকারের তরফ থেকে রাজ্যের এই সর্বোচ্চ সম্মান প্রদানের অনুষ্ঠান রয়েছে। বঙ্গবিভূষণের সঙ্গেই বঙ্গভূষণসহ আরও একাধিক পুরস্কার দেওয়া হবে। এই তালিকায় অমর্ত্য সেন, অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় ছাড়াও কৌশিক বসু, দেবশঙ্কর হালদারসহ অনেকের নাম রয়েছে।