ট্রাম্পের পররাষ্ট্রমন্ত্রী হতে পারেন এই তেল ব্যবসায়ী

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হতে পারেন জ্বালানি তেলবিষয়ক যুক্তরাষ্ট্রের অনত্যম শীর্ষ প্রতিষ্ঠান এক্সন মোবিলের প্রধান নির্বাহী কর্মকর্তা রেক্স টিলারসন। এর মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তিনি সাক্ষাৎ করেছেন।
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম এনবিসি জানিয়েছে, এখনো আনুষ্ঠানিকভাবে কিছু বলা না হলেও হয়তো আগামী সপ্তাহেই পররাষ্ট্রমন্ত্রী হিসেবে রেক্স টিলারসনের নাম ঘোষণা করতে পারেন ট্রাম্প। আর উপপররাষ্ট্রমন্ত্রী হিসেবে থাকতে পারেন জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত জন বোল্টন।
এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে রিপাবলিকান দলের অন্যতম শীর্ষ নেতা এবং সাবেক প্রেসিডেন্ট প্রার্থী মিট রমনির নাম শোনা গিয়েছিল। আবার নিউইয়র্কের সাবেক মেয়র রুডি জুলিয়ানিকেও এই পদের জন্য প্রস্তাব উঠেছিল। তবে শেষ পর্যন্ত রেক্স টিলারসনের দিকেই পাল্লা ভারী দেখা যাচ্ছে।
৬৪ বছর বয়সী রেক্স টিলারসন কয়েক দশক ধরে এক্সন মোবিলের শীর্ষ পদে আছেন। এ সময়ে তিনি বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রক্ষা করেছেন। আর রাশিয়ায় এক্সন মোবিলের বিস্তৃত ব্যবসার সুবাদে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও তাঁর সম্পর্ক ভালো।
এর আগে ক্রিমিয়াকে রাশিয়ায় অন্তর্ভুক্ত করাকে কেন্দ্র করে দেশটির ওপর আরোপিত নিষেধাজ্ঞার কড়া সমালোচনা করেন রেক্স টিলারসন।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে রেক্স টিলারসনের নাম এমন সময়ে এলো, যখন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়া হস্তক্ষেপ করেছে বলে গোয়েন্দারা অভিযোগ তুলেছেন।