জুয়ার অনুমোদন দিল জাপান
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/12/15/photo-1481777700.jpg)
জুয়া খেলার কেন্দ্র (ক্যাসিনো) স্থাপনের অনুমোদন দিয়েছে জাপানের পার্লামেন্ট। অর্থনীতি চাঙ্গা করতে এ সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।
জাপান সরকারের আশা, ক্যাসিনো থেকে পাওয়া রাজস্বের মাধ্যমে বছরে আয় হবে তিন হাজার কোটি মার্কিন ডলার।
পার্লামেন্টের এ সিদ্ধান্তের ফলে দেশটিতে ক্যাসিনো রিসোর্টসহ নতুন হোটেল, বিনোদন কেন্দ্র ও শপিং সেন্টার খাতে প্রচুর বিনিয়োগ আসবে বলে ধারণা করছে জাপান।
ক্যাসিনো খাতে বিনিয়োগের সুযোগবিষয়ক একটি বিল গত বুধবার জাপানের পার্লামেন্টের উচ্চকক্ষে পাস হয়। এর পর বৃহস্পতিবার সকালে জাপানের নিম্নকক্ষে বিষয়টির অনুমোদন দেওয়া হয়।
পৃথিবীর তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ জাপান। এত দিন দেশটিতে জুয়া খেলা অবৈধ ছিল। তবে ক্যাসিনো খাতে জাপান বরাবরই সম্ভাবনাময় বাজার বলে মূল্যায়ন বিশেষজ্ঞদের।
এরই মধ্যে ওয়েন রিসোর্টস, এমজিএম রিসোর্ট, লাস ভেগাস স্যান্ডস (এলভিএস) এবং সিজার্সের মতো আন্তর্জাতিক বড় ক্যাসিনো প্রতিষ্ঠান জাপানের বাজারে ঢোকার জন্য তাদের আগ্রহের কথা জানিয়েছে। তবে স্থানীয় কিছু প্রতিষ্ঠানও জাপানের এই নতুন ক্যাসিনো বাজারে বড় সুযোগ পাবে বলে বিবিসি জানিয়েছে।
বিবিসি আরো জানায়, জাপানে ক্যাসিনো বৈধকরণের এ সিদ্ধান্ত মূলত শিনজো আবের সরকারের, যাঁরা সিঙ্গাপুরের কৌশলে জাপানে পর্যটনশিল্পকে আরো গুরুত্ব দিয়ে জাপানের ঝিমিয়ে পড়া অর্থনীতিকে চাঙ্গা করতে চান।
এদিকে, যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দি ইনডিপেনডেন্ট জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইউরোপভিত্তিক ক্যাসিনোগুলো ক্রমে এশিয়ার দিকে সরে আসছে। সিঙ্গাপুর, তাইওয়ান ও চীনের ক্যাসিনো শিল্প এরই মধ্যে বিশ্বে বিশেষ স্থান দখল করেছে। চীনের স্বায়ত্তশাসিত ম্যাকাও দ্বীপে ক্যাসিনোর ব্যাপক বিকাশ ঘটেছে। এই দ্বীপের ক্যাসিনোগুলো, এমনকি লাস ভেগাসের জুয়ার বাজারও এই খাতে পাওয়া রাজস্বের বাজার দখল করে ফেলেছে বলে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
তবে সংশ্লিষ্টরা জানিয়েছেন, এখনো জাপানের বাজার ক্যাসিনো শিল্পের জন্য তৈরি নয়। আইন পাস হলেও এই খাতে যথাযথ রাজস্ব আদায় এবং অন্যান্য আনুষঙ্গিক প্রস্তুতি নেই দেশটির। এমনকি লাইসেন্সের অনুমোদন, কর নির্ধারণ প্রক্রিয়া সম্পন্ন করতেও আরো কয়েক বছর লেগে যাবে। এ ছাড়া দেশটির সাধারণ জনগণও এই ক্যাসিনো বৈধকরণের বিরুদ্ধে। এটি জাপানের নৈতিক মূল্যবোধের সঙ্গে মানানসই নয় বলে মতামত তাদের।