রাশিয়া থেকে মে মাসে দৈনিক সাড়ে ১৯ লাখ ব্যারেল তেল কিনেছে ভারত

Looks like you've blocked notifications!
ছবি : এএফপি

ইউক্রেন আগ্রাসনের শুরু থেকে রাশিয়ার জ্বালানির ওপর নিষেধাজ্ঞা দিতে থাকে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমারা। মস্কো থেকে তেল কেনা বন্ধ করে দেয় তারা। এই সুযোগে রাশিয়া থেকে কম দামে তেল কিনতে থাকে ভারত। আর দিনদিন বাড়ছে এর পরিমাণ। গত মাসে অর্থাৎ মে-তে রাশিয়া থেকে রেকর্ড তেল কিনেছে ভারত। তেল সমৃদ্ধ সৌদি আরব, ইরাক, আরব আমিরাত ও যুক্তরাষ্ট্র থেকে মে মাসে ভারত যতটুকু তেল কিনেছে, রাশিয়ার থেকে তার চেয়েও বেশি তেল কিনেছে দক্ষিণ এশিয়ার এই জায়ান্ট। আজ রোববার (৪ জুন) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

জ্বালানি কার্গো ট্র্যাকার ভোরটেক্সার তথ্যের বরাতে এনডিটিভি জানিয়েছে, মে মাসে প্রতিদিন রাশিয়া থেকে ১৯ লাখ ৬০ হাজার ব্যারেল বা ৩১ কোটি ১৬ লাখ ১৫ হাজার ৯৮ লিটার ক্রুড তেল কিনেছে ভারত। এই পরিমাণ গত এপ্রিলের থেকে ১৫ শতাংশ বেশি। মে মাসে ভারত যতটুকু তেল আমদানি করেছে তার ৪২ শতাংশই করেছে রাশিয়া থেকে।

শিপিং অ্যানালিটিক্স ফার্ম ভোরটেক্সার তথ্য মতে, একটি সময়ে ওপেক থেকে তেল কিনত ভারত। তাদের মোট আমদানির ৯০ শতাংশই আসত তেল উৎপাদকারী দেশগুলোর জোট থেকে। তবে, রাশিয়ার তেলের দাম কমে যাওয়ায় মস্কো থেকেই তেল কিনছে ভারত। টানা আট মাস ধরে ভারতে তেল রপ্তানিতে প্রথম স্থান ধরে রেখেছে রাশিয়া।

রাশিয়া থেকে আমদানি করা তেল রিফাইনিংয়ের মাধ্যমে পেট্রোল ও ডিজেলে রুপান্তরিত করছে দক্ষিণ এশিয়ার বৃহৎ দেশটি।

এনডিটিভি বলছে, সর্বশেষ গত এক দশকে সৌদি আরব ও ইরাকের তেলের ওপর ব্যাপকভাবে নির্ভর করতো ভারত। তবে, বর্তমানে সেই ধারার পরিবর্তন হয়েছে।

গত মে মাসে ইরাক থেকে প্রতিদিন আট লাখ ৩০ হাজার ব্যারেল তেল আমদানি করেছে ভারত। আরব আমিরাত থেকে দুই লাখ তিন হাজার ব্যারেল ও যুক্তরাষ্ট্র থেকে এক লাখ ৩৮ হাজার ব্যারেল তেল আমদানি করেছে তারা। 

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সেনা পাঠানোর আগে ভারত মোট আমদানির মাত্র শূন্য দশমিক এক শতাংশ তেল রাশিয়ার কাছ থেকে কিনত, বর্তমানে তা ৪২ শতাংশে উঠেছে।

গত এপ্রিলে রাশিয়া থেকে ভারত প্রতি ব্যারেল তেল কিনেছে ৬৮ দশমিক ২১ ডলারে। ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর এটি ছিল রাশিয়ার তেলের সর্বনিম্ন দাম। অন্যদিকে, মাসটিতে সৌদি থেকে প্রতি ব্যারেল তেল কিনতে ভারতের খরচ হয়েছে ৮৯ দশমিক ৯৬ ডলার। আর ইরাক থেকে তেল কিনতে হয়েছে ৭৭ দশমিক ৭৭ ডলারে। গত মে মাসে কত করে ভারত রাশিয়ার তেল কিনেছে তা এখনও প্রকাশ করা হয়নি।