ভারতের মণিপুরে ফের সংঘর্ষ, নিহত ৯

ভারতের মণিপুর রাজ্যে আগে থেকেই দুটি জনগোষ্ঠীর মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১৩ জুন) তাদের মধ্যে আবারও সংঘর্ষ হলে ৯ জনের প্রাণহানি হয়েছে।
ভারতের ওই রাজ্যটিতে মেইতেই ও কুকি জনগোষ্ঠীর মধ্যে লড়াই অব্যাহত রয়েছে। যদিও দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্য পরিদর্শন করেছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং দাবি করেছেন, পরিস্থিতি ক্রমশ স্বাভাবিক হচ্ছে। তবে, বাস্তবচিত্র অন্যরকম।
স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, রাজ্যের রাজধানী ইম্ফলের কাছে কাংপোকপি ও পূর্ব ইম্ফল সীমানায় গত ২৪ ঘণ্টায় দুই গোষ্ঠীর মধ্যে তীব্র লড়াই হয়েছে। ঘটনায় নারীসহ ৯ জন নিহত হন। তাদের সবার শরীরেই গভীর ক্ষত রয়েছে। ধারালো অস্ত্র দিয়ে তাদের কুপিয়ে মারা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
প্রশাসন অবশ্য সাম্প্রতিক সংঘর্ষ নিয়ে এখনও কোনো বিবৃতি দেয়নি। কোন গোষ্ঠীর মানুষ নিহত হয়েছেন, তা-ও এখনও স্পষ্ট নয়।
গত মাসে সংঘর্ষ শুরু হওয়ার পর বহু মানুষ ঘর ছেড়েছিলেন। অনেকের ঘর জ্বালিয়ে দেওয়া হয়েছিল। প্রায় ৩০ হাজার মানুষ উদ্বাস্তু হয়ে প্রতিবেশী রাজ্যগুলোর আশ্রয়শিবিরে দিন কাটাচ্ছেন।
মণিপুরে সংখ্যাগুরু মেইতেই সম্প্রদায়ের সঙ্গে সংখ্যালঘু কুকি সম্প্রদায়ের সংঘর্ষ চলছে। মেইতেই উপজাতির মর্যাদা চায়। কিন্তু, কুকি তা চায় না। এ নিয়েই সংঘাতের সূত্রপাত। দুই গোষ্ঠীর সংঘর্ষে এখনও পর্যন্ত প্রায় ১০০ মানুষের প্রাণহানি হয়েছে। আহত হয়েছেন বহু মানুষ। মণিপুরের বিস্তীর্ণ অঞ্চলজুড়ে কারফিউ জারি রাখা হয়েছে, ইন্টারনেট বন্ধ এবং সেনা টহল দিচ্ছে। তবুও সংঘর্ষ বন্ধ হচ্ছে না।