ঘূর্ণিঝড় ‘বিপর্যয়ে’ বিপর্যস্ত ভারত-পাকিস্তানের উপকূল
প্রবল ঘূর্ণিঝড় বিপর্যয়ের আঘাতে ভারত ও পাকিস্তানের উপকূলীয় অঞ্চলের বাড়িঘরের চাল উড়ে গেছে, উপড়ে পড়েছে গাছপালা ও বিদ্যুতের খুঁটি। বিদ্যুৎহীন হয়ে পড়েছে হাজার হাজার মানুষ। দেশটির পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটে বন্যার পানিতে ভেসে গিয়ে প্রাণ হারিয়েছে কমপক্ষে দুজন। আজ শুক্রবার (১৬ জুন) ভারতের কর্মকর্তারা এসব তথ্য জানিয়েছেন। খবর আলজাজিরার।
এদিকে, গত কয়েকদিনে ভারত ও পাকিস্তানের উপকূলীয় এলাকা থেকে এক লাখ ৮০ হাজারেরও বেশি মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। ‘বিপর্যয়’ গতকাল বৃহস্পতিবার রাতে পাকিস্তানের সীমান্ত ঘেঁষা ভারতের গুজরাটের জাখাউ বন্দরের কাছে আঘাত হানে বলে জানিয়েছেন আবহাওয়া বিভাগের কর্মকর্তারা।
ভারতের আবহাওয়া বিভাগ তাদের সর্বশেষ বুলেটিনে জানায় যে, প্রবল ঘূর্ণিঝড়টি কিছুটা দুর্বল হয়ে আজ সকালে ঘূর্ণিঝড়ে রূপ নেয়। আঘাত হানার সময় এর কেন্দ্রে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ৮৫ থেকে ১০৫ কিলোমিটার।
গুজরাটের ঘূর্ণিঝড় নিয়ন্ত্রণ কক্ষ জানায়, রাজ্যের ভাবনগর জেলায় বন্যার পানিতে গবাদি পশু ভেসে যাওয়ার সময় সেগুলো উদ্ধারের চেষ্টায় থাকা দুজন রাখাল মারা গেছে।
গুজরাটের কুচ জেলায় উদ্ধার কাজে সংশ্লিষ্ট একজন শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, প্রচণ্ড বাতাসের কারণে সেখানে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হচ্ছে। ভারতের আবহাওয়া বিভাগ হুঁশিয়ারি দিয়ে বলেছে শুক্রবার দিনজুড়ে গুজরাট ও প্রতিবেশি রাজস্থান রাজ্যে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে।
অন্যদিকে, পাকিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ আজ জানিয়েছে, ঘূর্ণিঝড়টি তীব্রতা হারাচ্ছে। এক বিবৃতিতে তারা জানায়, ঘূর্ণিঝড়টি আরও দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হতে যাচ্ছে। এর প্রভাবে পাকিস্তানের উপকূলীয় এলাকায় আজ ও আগামীকাল প্রচুর বৃষ্টিপাত হতে পারে।
পাকিস্তানের আবহাওয়া বিভাগের প্রধান সরদার সরফরাজ জানিয়েছেন, সরকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছে যে, আবহাওয়া পরিস্থিতির কারণে শনিবারের আগে বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে আসা প্রায় ৮২ হাজার লোকজনকে যেন তাদের বাসস্থানে ফেরত পাঠানো না হয়।
ইউনিসেফের দক্ষিণ এশিয়া বিষয়ক আঞ্চলিক পরিচালক নোয়ালা স্কিনার জানিয়েছেন, পাকিস্তানে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ সিন্ধু প্রদেশের শিশু ও তাদের পরিবারের সদস্যদের নতুন করে তৈরি হওয়া সংকটের মুখে ফেলেছে। প্রদেশটি এমনিতেই গতবছরের প্রলঙ্কারী বন্যার ক্ষতিতে ধুঁকছে।