রোস্তভ অঞ্চলের বাসিন্দাদের ঘরে থাকার আহ্বান রাশিয়া কর্তৃপক্ষের

Looks like you've blocked notifications!
রাশিয়ার দক্ষিণ অঞ্চলের রোস্তভে শনিবার ভোর থেকে বিভিন্ন সড়কে সাঁজোয়া যান নিয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ছবি : এএফপি

রাশিয়ার ভাড়াটে ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভগেনি প্রিগোঝিন বিদ্রোহ ঘোষণা করে দেশটির দক্ষিণ সীমান্ত অঞ্চলে প্রবেশ করেছে এমন খবরে ইউক্রেনের কাছাকাছি শহর রোস্তভের বাসিন্দারেদ নিজ বাড়িতে থাকার আহ্বান জানিয়েছে রাশিয়ার কর্তৃপক্ষ। স্থানীয় সময় আজ শনিবার (২৪ জুন) ভোরে এ আহ্বান জানায় রাশিয়া কর্তৃপক্ষ।

রোস্তভের গভর্নর ভ্যাসিলি গোলুবেভ সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, ‘আইন প্রয়োগকারী সংস্থাগুলো বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সবকিছু করছে। আমি সবাইকে শান্ত থাকতে বলছি। স্থানীয়দের নিজ ঘরে থাকার আহ্বান জন্য বলছি।’

এর আগে রাশিয়ার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীর অন্যতম সহযোগী ও ভাড়াটে বেসরকারি সামরিক বাহিনী ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভগেনি প্রিগোঝিন। তার এই বিদ্রোহের খবরে দেশটির বিভিন্ন অঞ্চলে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

স্থানীয় সময় শনিবার মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন বলেন, ‘ভাড়াটে ওয়াগনার গ্রুপের প্রধান দেশের সামরিক নেতৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণার পর রাশিয়ার রাজধানীতে সন্ত্রাসবিরোধী ব্যবস্থা নেওয়া হচ্ছে। দেশের বিভিন্ন স্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে।’

এছাড়া, দেশটির রোস্তভ ও লিপেটস্ক অঞ্চলের কর্তৃপক্ষও বলেছে সেখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

ওয়াগনার প্রধান ইয়েভজেনি প্রিগোজিন বলেছিলেন, তার দল যারা ইউক্রেনে হামলার নেতৃত্ব দিয়েছিল, তারা রোস্তভের দক্ষিণ অঞ্চলে প্রবেশ করেছে। 

ওয়াগনার প্রধান ইয়েভজেনি প্রিগোজিন দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়েছেন। শুক্রবার মস্কোকে তার বাহিনীর ওপর মারাত্মক ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগে দায়ী করে করে প্রতিশোধ নেওয়ার কথা প্রকাশ করেছেন।

এদিকে, মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন, ‘ওয়াগনার প্রধানের বিদ্রোহ ঘোষণার পর নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে সন্ত্রাসবিরোধী ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতোমধ্যে কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা এফএসবি সশস্ত্র বিদ্রোহের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে।’

রাশিয়ার ভাড়াটে সেনার দল ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভগেনি প্রিগোঝিন বলেছেন, মিথ্যা যুক্তি দিয়ে রাশিয়া ইউক্রেনে আগ্রাসন চালিয়েছে। ইউক্রেন আক্রমণের পেছনে ক্রেমলিন বিভিন্ন যুক্তি দেখালেও, সেগুলো রুশ সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের মিথ্যাচার ছিল।

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, শুক্রবার (২৩ জুন) প্রেস সার্ভিসের টেলিগ্রামে প্রকাশিত একটি ভিডিও ক্লিপে ওয়াগনার প্রধান প্রিগোঝিন এ দাবি করেন।

গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আগ্রাসনকে ‘বিশেষ সামরিক অভিযান’ হিসেবে অভিহিত করে রাশিয়া বলেছে, ইউক্রেনকে নিরস্ত্রীকরণ করতে এ অভিযান।

ওয়াগনার প্রধান রাশিয়ার এ দাবি প্রত্যাখ্যান করে বলেন, ‘এটা একটা সাজানো সুন্দর গল্প। প্রতিরক্ষা মন্ত্রণালয় সমাজ ও প্রেসিডেন্টকে প্রতারিত করার চেষ্টা করেছে। তারা আমাদের একটি গল্প বলার চেষ্টা করেছে যে ইউক্রেন ন্যাটোর সঙ্গে জোট বেঁধে আমাদের আক্রমণ করার পরিকল্পনা করছে।’