ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প

Looks like you've blocked notifications!
প্রতীকী ছবি পিক্সাবে থেকে নেওয়া

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে ইন্দোনেশিয়ার ঘনবসতিপূর্ণ প্রধান দ্বীপ জাভা। স্থানীয় সময় শুক্রবার (৩০ জুন) ভূমিকম্প অনুভূত হলে মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়। এতে অন্তত একজন নিহত, দুজন আহত এবং কয়েক ডজন বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর এপির।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পটি যোগকার্তা প্রদেশের বান্টুল রিজেন্সির বামবাংলিপুরো গ্রাম থেকে ৮৪ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে আঘাত হানে। ভূমিকম্পের গভীরতা ছিল ৮৬ কিলোমিটার।

ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র আবদুল মুহারী বলেন, বান্টুলের ৬৭ বছর বয়সী এক নারী আতঙ্কে পালানোর সময় পড়ে গিয়ে মারা যান এবং অন্তত দুই বাসিন্দা আহত হন।

মুহারি আরও বলেন, ভূমিকম্পে যোগাকার্তা এবং এর পার্শ্ববর্তী মধ্য জাভা ও পূর্ব জাভাতে অন্তত ৯৩টি ঘরের পাশাপাশি বেশকিছু ভবন যেমন স্কুল, স্বাস্থ্যকেন্দ্র, উপাসনালয় ও সরকারি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।

টেলিভিশনের প্রতিবেদনে দেখা গেছে, যোগকার্তা এবং মধ্য জাভার স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন, কারণ কয়েক সেকেন্ড ধরে বাড়িঘর ও ভবনগুলো দুলছিল।

ইন্দোনেশিয়ার মেটিওরোলজি, ক্লাইমাটোলজি অ্যান্ড জিওফিজিক্যাল এজেন্সি জানায়, সুনামির কোনো আশঙ্কা নেই। তবে, সম্ভাব্য আফটারশকের বিষয়ে সতর্ক করা হয়েছে।