ভারতে ভূমিধসে নিহত ২০, নিখোঁজ শতাধিক

Looks like you've blocked notifications!
ভারতের মহারাষ্ট্রে ভূমিধসের এলাকায় উদ্ধার কাজ চালানো হচ্ছে। ছবি : এএফপি  

ভারতের পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য মহারাষ্ট্রের একটি গ্রামে ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন নিহত হয়েছে। নিখোঁজ রয়েছেন শতাধিকেরও বেশি গ্রামবাসী। গত বুধবার গভীর রাতে রাজ্যটির রায়গড় জেলার ইরশালওয়াদি গ্রামে এই ঘটনা ঘটে। এতে গ্রামটির বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর বিবিসির।

প্রতিবেদনে ব্রিটিশ গণমাধ্যমটি জানিয়েছে, ভূমিধসের পরই সেখানে উদ্ধার তৎপরতা চালাতে থাকে উদ্ধারকারী দল। তবে, ব্যাপক বৃষ্টিতে তা বাধাগ্রস্ত হয়। বৃষ্টির জেরে গতকাল রাতে একপর্যায়ে উদ্ধার কাজ বন্ধ করা হয়।

কর্তৃপক্ষ বলছে, পাহাড়ের চূড়ায় ভূমিধসের ঘটনাটি ঘটেছে। এতে করে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। মহারাষ্ট্র সরকার জানিয়েছে, এখনও ১০৫ জন নিখোঁজ রয়েছে।

বিবিসি বলছে, গত দুই সপ্তাহ ধরে ভারতের বিভিন্ন রাজ্যে অতিবৃষ্টি হচ্ছে। এতে করে বন্যা ও ভূমিধসের মতো ঘটনা ঘটছে। আরও কয়েকদিন বৃষ্টি অব্যাহত থাকবে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ।

বুধবারের ভূমিধস পাহাড়ের ঢালে অবস্থিত একটি প্রত্যন্ত গ্রামে আঘাত হানে। ওই গ্রামের ৫০টির মধ্যে প্রায় ১৭টি বাড়ি এতে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা বিবিসিকে বলছেন, স্থানীয় সময় সাড়ে ১০টায় এ ভূমিধসের ঘটনা ঘটে।

এ প্রাকৃতিক দুর্যোগ থেকে বেঁচে যাওয়া একজন বলেন, হঠাৎ করেই কেঁপে উঠল এবং আমরা আমাদের ঘর থেকে দৌড়ে বেরিয়ে পড়লাম।’ বেশ কয়েকজন স্বজন হারানো এই ব্যক্তি বলেন, ‘আমাদের এখানে আগে কোনোদিন এরকম প্রাকৃতিক দুর্যোগ হয়নি। আমি কখনও ধারণা করিনি আমাদের পাহাড় ধসবে। এই ধারণা থেকেই আমরা এখানে থাকি।’

এদিকে, বৃষ্টির কারণে পিচ্ছিল হয়ে পড়েছে পাহাড়ি রাস্তা। এ কারণে সেখানে উদ্ধার কাজ চালানোর জন্য ভারী যন্ত্রপাতি নেওয়া যাচ্ছে না। স্থানীয় কর্তৃপক্ষ বলছে, ভূমিধসের পর ভারী বৃষ্টিপাত হওয়ায় এমনি এমনি অনেক কাদামাটি সরে গেছে। এখন পর্যন্ত ৯৮ জনকে উদ্ধার করা হয়েছে।

ভূমিধসের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক টুইট পোস্টে ভারতের কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী লেখেন, ‘আমাদের প্রধান লক্ষ্য ঘটনাস্থল থেকে লোকজনকে সরিয়ে নেওয়া ও আহতদের অবিলম্বে চিকিৎসা করা।’ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ সিন্ধে নিহতদের পরিবারকে পাঁচ লাখ রুপি করে সাহায্য করার ঘোষণা দিয়েছেন।