ডেঙ্গুর ঝুঁকিতে বিশ্বের অর্ধেক জনসংখ্যা : বিশ্ব স্বাস্থ্য সংস্থা
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/07/22/who_reuters.jpg)
বিশ্বের অর্ধেক জনসংখ্যা ডেঙ্গুর ঝুঁকিতে রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও) গতকাল শুক্রবার (২২ জুলাই) এ বিষয়ে সতর্ক করেছে।
ডাব্লিউএইচওর গ্রীষ্মমণ্ডলীয় রোগ ইউনিটের প্রধান রামান ভেলায়ুধন জেনেভায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে বলেছেন, সংস্থাটি ২০০০ থেকে ২০২২ সালের মধ্যে আটগুন ডেঙ্গু আক্রান্তের রেকর্ড করেছে। এটি পাঁচ লাখ থেকে বেড়ে ৪২ লাখে পৌঁছেছে।
এই সংখ্যা আরও বেশি হতে পারে বলে মন্তব্য করে ভেলায়ুধন বলেছেন, সম্প্রতি বছরগুলোতে সংস্থাটি ডেঙ্গুর আরও বেশি সঠিক চিত্রে পৌঁছেছে।
রামান ভেলায়ুধন বলেন, ‘বিশ্বের অর্ধের জনসংখ্যা ডেঙ্গুর ঝুঁকিতে আছে এবং আনুমানিক ১২৯টি দেশে ডেঙ্গু ছড়িয়েছে।’ তিনি আরও বলেন, ‘শুধু তাই না, প্রতি বছর একশ থেকে চারশ মিলিয়ন রোগী পাওয়া যাচ্ছে।’
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/very_big_1/public/images/2023/07/22/dengue_who_in.jpg)
ভেলায়ুধন বলেন, ‘ডেঙ্গু একটি কঠিন অসুস্থতা। এটি মশার কামড়ে ভাইরাস ইনফেকশনে হয়ে থাকে, যা আক্রান্ত মানুষ থেকে অন্যের মধ্যে ছড়াতে পারে।’ এর মধ্যে ৮০ শতাংশই উপসর্গহীন বলে জানান তিনি।