সেনেগালে ভয়াবহ সড়ক ‍দুর্ঘটনায় নিহত ২৪

Looks like you've blocked notifications!

সেনেগালের উত্তরাঞ্চলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় শিশুসহ ২৪ জন নিহত হয়েছে। স্থানীয় সময় বুধবার (২৬ জুলাই) দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অ্যান্টোইন ফেলিক্স আবদুলায়ে ডিওম দুর্ঘটনাস্থলে এসে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।

অ্যান্টোইন ফেলিক্স বলেন, সেনেগালের লৌগা অঞ্চলের ডিলারলো সিল গ্রামের কাছে এদিন সকাল ৭টা ৪০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। এসময় শিশুসহ ২৪ জন নিহত এবং অন্তত ৫৪ জন আহত হয়েছেন। এর আগে দেশটির প্রেসিডেন্ট ম্যাকি সাল মৃতের সংখ্যা ২৩ বলে জানিয়েছিলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী সংবাদ সম্মেলনে বলেন, ‘বাসটি দেশের উত্তরাঞ্চলের একটি শহর থেকে ধারণক্ষমতার বাইরে অতিরিক্ত যাত্রী নিয়ে আসছিল। বাসটিতে ৬০ জনের ধারণক্ষমতা থাকা সত্ত্বেও ৭৬ জন যাত্রী নিয়েছিল। আহতদের লুগা শহর ও সেন্টলুইস শহরের হাসপাতালে সরিয়ে নেওয়া হয়েছে।’

সংবাদ সম্মেলনে ফায়ার ব্রিগেডের একজন সদস্য বলেন, ‘অতিরিক্ত যাত্রী বহন করায় বাসটি সড়কে পিছলে উল্টে যায়।’