বাংলাদেশ নিয়ে জাতিসংঘের তদন্ত চেয়েছেন ১৪ মার্কিন কংগ্রেসম্যান
বাংলাদেশে বিরোধী দল ও মতের মানুষদের বিরুদ্ধে সরকারের ‘অপরাধমূলক’ কর্মকাণ্ডের বিষয়ে জাতিসংঘের তদন্ত চেয়েছেন যুক্তরাষ্ট্রের ১৪ জন কংগ্রেসম্যান। এ বিষয়ে উদ্যোগ নিতে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা টমাস গ্রিনফিল্ডকে চিঠি লিখেছেন। বৃহস্পতিবার (২৭ জুলাই) কংগ্রেসম্যান বব গুড এক টুইটে এই চিঠি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
বব গুড বলেছেন, বাংলাদেশে শান্তিপূর্ণ সমাবেশের বিরুদ্ধে সরকারের সহিংস কর্মকাণ্ডে উদ্বেগ প্রকাশ করে তিনিসহ ১৪ কংগ্রেস সদস্য জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে চিঠি দিয়েছেন। টুইটে তিনি বলেন, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন পাওয়া বাংলাদেশের নাগরিকদের অধিকার।