শস্য সরবরাহ ও ঋণ মওকুফের প্রতিশ্রুতি, আফ্রিকায় মিত্রের খোঁজে পুতিন

Looks like you've blocked notifications!
সেন্ট পিটার্সবার্গে দ্বিতীয় রাশিয়া-আফ্রিকা সম্মেলনে বক্তব্য দিচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি : এএফপি

আফ্রিকার দেশগুলোর জন্য শস্য সরবরাহ ও ঋণ মওকুফের প্রস্তাব দিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন যে, তার দেশ ও সেন্ট পিটার্সবার্গে রাশিয়া-আফ্রিকা সম্মেলনে অংশ নেওয়া আফ্রিকান নেতারা বহুমেরু কেন্দ্রীক বিশ্বব্যবস্থা গড়ে তুলতে ও নব্য ঔপনিবেশিকতা রুখতে সম্মত হয়েছেন।

গতকাল শুক্রবার (২৮ জুলাই) দুদিনের সম্মেলনের শেষ দিনে পুতিন তার ভাষণে বলেন, ‘আফ্রিকার দেশগুলোর প্রতি রাশিয়ার মনোযোগ ধীরে ধীরে বাড়ছে।’ এই সম্মেলনকে দেখা হচ্ছে রাশিয়ার জন্য একটি পরীক্ষা হিসেবে, কেননা ইউক্রেন যুদ্ধের ফলে আন্তর্জাতিক অঙ্গন থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর মস্কোর প্রতি আফ্রিকার দেশগুলোর সমর্থন ধরে রাখা এখন প্রয়োজনীয় হয়ে দেখা দিয়েছে। খবর আলজাজিরার।

গত সপ্তাহে বিশ্বের অন্যতম শীর্ষ শস্য উৎপাদনকারী দেশ ইউক্রেনকে কৃষ্ণসাগর দিয়ে খাদ্যপণ্য রপ্তানির সুযোগ দেওয়ার চুক্তি থেকে রাশিয়া সরে আসার পর সম্মেলনের প্রথম দিনে রুশ নেতা পুতিন আফ্রিকার ছয়টি দেশে কোনো রকম মাশুল ছাড়াই শস্য রপ্তানির প্রতিশ্রুতি দেন। তিনি জানান, তার দেশ বিশ্বে খাদ্য সঙ্কটের যে পরিস্থিতি তৈরি হয়েছে তা থেকে উত্তরণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

সম্মেলনে ভ্লাদিমির পুতিন নব্য ঔপনিবেশিকতাবাদ, অবৈধ অবরোধ আরোপের চর্চা ও ঐতিহ্যগত নৈতিক মূল্যবোধের অবমাননার বিরুদ্ধে কাজ করার লক্ষ্যে তার দৃঢ় প্রতিজ্ঞার কথা উল্লেখ করেন। সম্মেলনে ১৭ জন রাষ্ট্রপ্রধানসহ ৪৯টি দেশের প্রতিনিধিরা অংশ নেন।

রাশিয়া-আফ্রিকা সম্মেলনে অংশগ্রহণকারীরা একটি যৌথ ঘোষণা স্বাক্ষর করেন। এই ঘোষণায় আরও ন্যায্য, ভারসাম্যপূর্ণ ও স্থিতিশীল বিশ্ব ব্যবস্থা গড়ে তুলতে ও আফ্রিকা মহাদেশে সবধরনের আন্তর্জাতিক শত্রুতার বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়ার ডাক দেওয়া হয়।