চীনে ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প, আহত ২১

Looks like you've blocked notifications!
চীনে শানডং প্রদেশের দেঝো শহরে রোববার রাতে ভূমিকম্প আঘাত হেনেছে। ছবি : এএফপি

চীনের পূর্বাঞ্চলীয় শানডং প্রদেশের পিংইয়ুয়ান কাউন্টিতে ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প হয়েছে। রোববার (৬ আগস্ট) রাতের এ ভূমিকম্পে ২১ জন আহত হয়েছে। খবর সিএনএনের।

চায়না আর্থকোয়েক নেটওয়ার্ক সেন্টারের তথ্য অনুসারে, ভূমিকম্পটি স্থানীয় সময় রাত ২টা ৩৩ মিনিটে আঘাত হানে। এর কেন্দ্রস্থলের গভীরতা ছিল ১০ কিলোমিটার।

দেশটির কর্মকর্তারা জানান, রোববার সকাল পর্যন্ত দেঝো ও লিয়াওচেং শহরের ২১ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানায়, ভূমিকম্পের ফলে ১২৬টি বাড়ি ধসে পড়েছে। জরুরি উদ্ধারকারী দল পাঠানো হয়েছে।

বেইজিং পৌর ভূমিকম্প ব্যুরোর তথ্যমতে, রাতে ভূমিকম্পের কেন্দ্র থেকে ৩০০ কিলোমিটারেরও বেশি দূরে চীনের রাজধানী বেইজিংয়েও কম্পন অনুভূত হয়েছে।

রোববার ৬০টিরও বেশি ট্রেন শিডিউল বাতিলের ঘোষণা দিয়েছে বেইজিং রেলওয়ে।