ড্রোন আক্রমণের জবাবে ইউক্রেনে রাশিয়ার ‘দূরনিয়ন্ত্রিত বোমা’ হামলা

Looks like you've blocked notifications!
রাশিয়ার হামলায় ক্ষতিগ্রস্ত ইউক্রেনের খারকিভ শহরের একটি বিশ্ববিদ্যালয়। ছবি : এএফপি

ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলীয় খারকিভ অঞ্চলের ব্লাড ট্রান্সফিউশান সেন্টারে ‘গাইডেড বোমা’ বা ‘দূরনিয়ন্ত্রিত বোমা’ হামলা চালিয়েছে রাশিয়া। দেশটির প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি শনিবার (৫ আগস্ট) এ কথা বলেন। এ হামলায় কতজন হতাহত হয়েছে, তা জানাননি তিনি। খবর বিবিসির।

সামাজিক যোগাযোগমাধ্যমে টেলিগ্রামে জেলেনস্কি বলেন, রুশ সীমান্ত থেকে কয়েক কিলোমিটার দূরের কুপিয়ানস্ক শহরে এ বোমা হামলা চালানো হয়। উদ্ধারকারীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

জেলেনস্কি আরও বলেন, ‘শুধু এই যুদ্ধাপরাধই রুশ আগ্রাসন সম্পর্কে সবকিছু বলে দেয়।’

রাশিয়া এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। এর আগে বেসামরিক লোকদের লক্ষ্যবস্তু করা বা যুদ্ধাপরাধের সব অভিযোগ অস্বীকার করেছে দেশটি। বিবিসি প্রতিবেদনটি নিরপেক্ষভাবে যাচাই করতে পারেনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে জেলেনস্কি হামলাকারীদের ‘পশু’ বলে আখ্যা দিয়ে বলেন, ‘যারা জীবনের মূল্য দেয়, তাদের জন্য সন্ত্রাসীদের পরাজিত করা সম্মানের বিষয়।’

প্রেসিডেন্ট জেলেনস্কি আরও বলেন, ‘শনিবার রাশিয়া পৃথকভাবে পশ্চিম খমেলনিটস্কি অঞ্চলে একটি বৈমানিক কোম্পানিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।’

মস্কো ইউক্রেনের বিরুদ্ধে কৃষ্ণ সাগরে ১১ ক্রু সদস্যবাহী একটি রুশ ট্যাঙ্কারে হামলা করার অভিযোগ তোলার পরে এ পাল্টা আক্রমণ চালানো হলো। রাশিয়ার মেরিন কর্মকর্তারা জানান, কের্চ প্রণালীতে হামলায় সিগ ট্যাঙ্কারের ইঞ্জিন রুম ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কেউ আহত হয়নি।

ইউক্রেন অবশ্য এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি। তবে, ইউক্রেনের নিরাপত্তা বাহিনীর একটি সূত্র বিবিসিকে জানায়, ওই হামলায় একটি সামুদ্রিক ড্রোন ব্যবহার করা হয়েছে।