রাষ্ট্রদ্রোহের অভিযোগে বাজোমের বিচার করবে নাইজারের অভ্যুত্থানকারীরা
নাইজারের সেনাবাহিনী বলেছে তারা রাষ্ট্রদ্রোহের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহামেদ বাজোমের বিচার করবে। দেশটির অভ্যুত্থানকারী নেতাদের সঙ্গে পশ্চিম আফ্রিকার আঞ্চলিক জোটের অচলাবস্থা নিরসনে কূটনৈতিক উপায়ে উদ্যোগ নেওয়া যেতে পারে- ইসলামিক বিদ্বান ব্যক্তিরা এমন অভিমত প্রকাশের কয়েক ঘণ্টা পরেই এই ঘোষণা এলো।
রোববার গভীর রাতে নাইজারের জাতীয় টেলিভিশনে দেশটির সেনাবাহিনীর একজন মুখপাত্র এক বিবৃতিতে প্রেসিডেন্ট বাজোমের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহসহ দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক নিরাপত্তায় বিঘ্ন সৃষ্টির অভিযোগ আনেন।খবর আলজাজিরার।
এ বছরের ২৬ জুলাই এক সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ৬৩ বছর বয়সী মোহামেদ বাজোম রাজধানী নিয়ামেতে প্রেসিডেন্সিয়াল বাসভবনে আটক অবস্থায় আছেন।
এদিকে, বাজোমকে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছে পশ্চিম আফ্রিকার দেশগুলোর অর্থনৈতিক জোট ইকোওয়াস। বাজোমকে ক্ষমতায় ফেরাতে চাপ সৃষ্টির জন্য নাইজারের ওপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপসহ সামরিক হস্তক্ষেপের হুমকি দেয় জোটটি। তবে সমস্যা সমাধানে কূটনৈতিক উপায়ে প্রচেষ্টা চালানোর কথাও বলেছে সংস্থাটি।
ওদিকে, নাইজারের সামরিক বাহিনীর মুখপাত্র কর্নেল মেজর আমাদো আবদ্রামানে বিবৃতিতে বাজোমের স্বাস্থ্যের বিষয়ে শঙ্কার কথা নাকচ করে দিয়ে বলেন যে, তাকে ডাক্তার দেখানো হয়েছে।
আবদ্রামানে তার বিবৃতিতে নাইজারের ওপর ইকোওয়াসের নিষেধাজ্ঞার নিন্দা জানান এবং একে অবৈধ, অমানবিক ও মর্যাদাহানিকর হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, এই নিষেধাজ্ঞার কারণে সাধারণ মানুষের খাদ্য, ওষুধ ও বিদ্যুতের মতো সেবা পেতে অসুবিধা হবে।
অন্যদিকে, নাইজারের ইসলামি বিদ্বান ব্যক্তিদের একটি দল জানায় তাদের সঙ্গে নিয়ামেতে অভ্যুত্থানের নেতা আবদোরহমানে চিয়ানির একটি বৈঠক হয়েছে এবং সেখানে তিনি ইকোওয়াসের সঙ্গে সরাসরি কথা বলতে তার উচ্ছার কথা জানিয়েছেন।
মুসলিম বিদ্বানদের ওই প্রতিনিধি দলটি নাইজেরিয়ান প্রেসিডেন্ট বোলা টিনুবুর আশীর্বাদ নিয়ে সামরিক নেতাদের সঙ্গে বৈঠকে বসে। টিনুবু ইকোওয়াসের প্রধান এবং সংস্থাটি নাইজারে সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে বেশ জোরালো অবস্থান নিয়েছে।