ডলারের বিপরীতে দাম হারাচ্ছে রাশিয়ার মুদ্রা রুবল

Looks like you've blocked notifications!
রাশিয়ার মুদ্রা রুবলের ছবিটি এএফপি থেকে নেওয়া

মার্কিন ডলারের বিপরীতে রাশিয়ার মুদ্রা রুবলের দরপতন হয়েছে। আজ সোমবার (১৪ আগস্ট) ডলারের বিপরীতে রুবলের মান ১০০ ছাড়িয়ে যায়, যা ২০২২ সালের মার্চের পর প্রথম। পাশাপাশি ইউরোর (ইউরোপের মুদ্রা) বিপরীতেও দরপতন হয়েছে রুশ মুদ্রার। ইউক্রেনে পূর্ণ মাত্রায় হামলার সপ্তাহখানেক পরেই রুশ মুদ্রার দাম হারাচ্ছে। বিশ্লেষকদের দাবি, রুবলের দাম কমায় সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়বে দেশটির সাধারণ জনগণ। তাদের জীবনযাপনে এর প্রভাব পড়বে। বাড়বে মূল্যস্ফীতিও। খবর এএফপির।

প্রতিবেদনে ফরাসি সংবাদ সংস্থাটি জানিয়েছে, চলতি বছরের শুরু থেকেই রুবলের দাম কমতে থাকে। এ পর্যন্ত দেশটির মুদ্রার মান কমেছে ৩০ শতাংশ পর্যন্ত। এমনকি, মুদ্রার মান ধরে রাখতে রপ্তানি বাড়ানোর সঙ্গে সঙ্গে আমদানি কমিয়েছে মস্কো।

মস্কো এক্সচেঞ্জের তথ্যানুযায়ী, দেশটির স্থানীয় সময় বেলা ১১টা ৩৩ মিনিটে প্রতি ডলারের বিপরীতে রুবলের দাম দাঁড়ায় ১০১ দশমিক শূন্য এক। একই সময়ে প্রতি ইউরোর বিপরীতে পাওয়া যায় ১১০ দশমিক ৭৩ রুবল, যা ১৭ মাসের মধ্যে সর্বনিম্ন।

রাশিয়ার আর্থিক প্রতিষ্ঠান অ্যালোর ব্রোকারের বিশ্লেষক আলেক্সি আন্তোনভ সতর্ক করে বলেছেন, ‘ডলারের বিপরীতে রুবলের দাম আরও কমতে পারে। এটি ১১৫ থেকে ১২০ রুবলে গিয়ে ঠেকতে পারে।’ আজ আর্থিক প্রতিষ্ঠানটির একটি নোটে এই সতর্কবার্তাটি প্রকাশিত হয়।

রুবলের দরপতন ঠেকাতে আমদানি হ্রাসের কথা জানিয়ে আন্তোনভ বলেন, ‘মুদ্রা কর্তৃপক্ষের সিদ্ধান্তমূলক পদক্ষেপের জন্য আমাদের অপেক্ষা করতে হবে।’

প্রতিবেদনে এএফপি জানিয়েছে, মুদ্রাস্ফীতি ঠেকাতে ইতোমধ্যে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক সুদের হার বাড়িয়েছে। গত জুলাইয়ে দেশটির সুদের হার প্রত্যাশার চেয়ে বেশি বাড়িয়ে আট দশমিক পাঁচে গিয়ে ঠেকে। এ ছাড়া গত সপ্তাহে মুদ্রা স্থিতিশীল করার জন্য বাজেটের বেশকিছু নিয়মকে সরিয়ে দিয়েছে ক্রেমলিন।