রাশিয়ায় রুবলের দরপতনের সঙ্গে বাড়ল সুদের হার

Looks like you've blocked notifications!
রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক। ছবি : এএফপি 

রাশিয়ার মুদ্রা রুবলের দরপতন হচ্ছে। সোমবার (১৪ আগস্ট) মার্কিন ডলারের বিপরীতে রুবলের মান ১৬ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে। এর জেরে রুবলের দরপতন ঠেকাতে সুদের হার বাড়িয়ে ১২ শতাংশ করেছে ক্রেমলিন। আজ মঙ্গলবার (১৫ আগস্ট) এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি।

প্রতিবেদনে গণমাধ্যমটি জানিয়েছে, সোমবার ডলারের বিপরীতে রুবলের মান ১০০ ছাড়িয়ে যায়। এর জেরে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক জরুরি বৈঠক করে। বৈঠকের পর দ্য ব্যাংক অব রাশিয়া থেকে বলা হয়, মূল্যস্ফীতি ঠেকাতে সুদের হার আট দশমিক পাঁচ শতাংশ থেকে বাড়াতে আমরা ঐক্যমতে পৌঁছেছি। গত আগস্টে রাশিয়ার মূল্যস্ফীতি চার দশমিক চার শতাংশে গিয়ে ঠেকে।

এক বিবৃতিতে দ্য ব্যাংক অব রাশিয়া জানিয়েছে, মূল্যস্ফীতির জন্য অভ্যন্তরীণ চাহিদার প্রবৃদ্ধি আউটপুটকে ছাড়িয়ে যাচ্ছে। এর জেরে রপ্তানির চাহিদা বাড়ছে, যা রুবলের মানকে কমিয়ে দিচ্ছে। কেন্দ্রীয় ব্যাংকটি আরও বলেছে, মুদ্রাস্ফীতির চাপ তৈরি হচ্ছে। কিন্তু, আমাদের লক্ষ্য, মূল্যবৃদ্ধির হার ২০২৪ সালের মধ্যে চার শতাংশে নামিয়ে আনা।

বিবিসি আরও জানিয়েছে, ২০২২ সালের ফেব্রুয়ারিতে  ইউক্রেনে আগ্রাসন চালায় রাশিয়া। এরপর থেকেই পশ্চিমারা মস্কোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে থাকে। ইউক্রেন যুদ্ধের জন্য সামরিক খাতে প্রচুর খরচ করতে হচ্ছে মস্কোকে। এর জেরে রপ্তানির বাড়ানোর সঙ্গে সঙ্গে আমদানি কমিয়েছে রাশিয়া।

এদিকে, সোমবারের তুলনায় আজ রুবলের দাম কিছুটা বেড়েছে। আজ প্রতি ডলারের বিপরীতে রুবলের দাম দাঁড়ায় ৯৮। এরপরেও গত বছরের তুলনায় এখনও ডলারের বিপরীতে রুবলের দাম অনেক কম।

এদিকে, ফরাসি সংবাদ সংস্থা এএফপি বলছে, সুদের হার বাড়িয়ে সতর্ক বার্তা দিয়েছে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক। সুদের হার আরও বাড়ানো হতে পারে বলে সতর্ক করেছে তারা। কেন্দ্রীয় ব্যাংকের উদ্ধৃতি দিয়ে রাশিয়ার সংবাদ সংস্থাগুলো জানিয়েছে, মুদ্রাস্ফীতির ঝুঁকি ঠেকাতে সুদের হারের অতিরিক্ত বৃদ্ধি সম্ভব।