ইমরানের ঘনিষ্ঠ সহযোগী শাহ মাহমুদ কোরেশি গ্রেপ্তার

Looks like you've blocked notifications!
পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি। ছবি : এএফপি

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ঘনিষ্ঠ সহযোগী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কোরেশিকে গ্রেপ্তার করা হয়েছে। ইসলামাবাদ থেকে সাবেক এই পররাষ্ট্রমন্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে বলে সামাজিক যোগাযোগ এক্সে (সাবেক টুইটারে) এক পোস্টে দাবি করেছে দেশটির রাজনৈতিক দলটি। আজ শনিবার (১৯ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির গণমাধ্যম ডন।

এক্সে পিটিআইয়ের অ্যাকাউন্ট থেকে দেওয়া ওই পোস্টে বলা হয়, ‘অবৈধভাবে শাহ মাহমুদ কোরেশিকে ফের গ্রেপ্তার করা হয়েছে। রাজধানীর বাসভবন থেকে পুলিশের একটি বিশাল দল তাকে হেফাজতে নেয়।’

পিটিআইয়ের তথ্যমতে, কোরেশিকে ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সির (এফআইএ) সদর দপ্তরে নিয়ে যাওয়া হচ্ছে। এর আগে, কূটনৈতিক ইস্যুতে বর্তমানে কারাগারে থাকা ইমরান খানকে জিজ্ঞাসাবাদ করেছে এফআইএ।

পিটিআইয়ের জেনারেল সেক্রেটারি ওমর আইয়ুবের তথ্য মতে, একটি সংবাদ সম্মেলনে বক্তব্য শেষ করে বাড়ি ফিরছিলেন কোরেশি। বাড়ির সামনে থেকেই তাকে হেফাজতে নেয় এফআইএ। ওই সংবাদ সম্মেলনে দলের মধ্যে বিভক্তির কখা অস্বীকার করেছিলেন কোরেশি। পাশাপাশি আগামী নির্বাচন বিলম্বিত হওয়া নিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করার কথা জানান তিনি।

কোরেশির গ্রেপ্তারের নিন্দা জানিয়ে ওমর আইয়ুব বলেন, ‘আশা করেছিলাম ফ্যাসিবাদী পিডিএম সরকারের পর দেশে অনাচার শেষ হবে। তবে, তত্ত্ববধায়ক সরকারও আগের সরকারের পথে হাঁটছে। তারা আগের সরকারের রেকর্ডকেও ভাঙতে চায়।’