ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার সুপারসনিক বোমারু বিমান ধ্বংস

Looks like you've blocked notifications!
রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের সলৎসি-২ বিমানঘাঁটিতে তুপোলেভ তু-২২ বিমান আগুনে জ্বলছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার দূরপাল্লার একটি বোমারু বিমান ধ্বংস হয়েছে। সামাজিক মাধ্যমে পোস্ট করা ছবি এবং বিবিসির বিশ্লেষণে থেকে উঠে এসেছে এই তথ্য। এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের সলৎসি-২ বিমানঘাঁটিতে তুপোলেভ তু-২২ বিমান আগুনে জ্বলছে। মস্কো জানিয়েছে, গুলিতে ‘আক্রমণকারী ড্রোন’ ধ্বংস করা হয়েছে, যদিও এই ঘটনায় একটি বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও ইউক্রেন এই বিষয়ে কোনো মন্তব্য করেনি।

মস্কোর মেয়র সের্গেই সোবায়ানিন জানিয়েছেন, মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে পরবর্তীতে আরও দুটি হামলাকারী ড্রোন ধ্বংস করা হয়েছে। সেই সঙ্গে ইউক্রেন সীমান্তের ব্রায়ানস্ক অঞ্চলে আরও দুটি ড্রোন ঠেকিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন রাশিয়ার সামরিক কর্মকর্তারা।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, মস্কোর সময় সকাল ১০টার দিকে মানুষ বিহীন একটি ‘কপ্টার-টাইপ ইউএভি’র মাধ্যমে হামলা হয়েছে। হামলা চালানো নভোগ্রাদ অঞ্চলের ওই এলাকাতেই রাশিয়ার সলৎসি-২ বিমানঘাঁটি।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘বিমান ঘাঁটির পর্যবেক্ষণ টাওয়ার থেকে কপটের-টাইপ ড্রোনটি দেখতে পাওয়ার পর ছোট আকারের অস্ত্র দিয়ে গুলি করা হয়। এতে একটি বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে সন্ত্রাসী ওই হামলায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।’ একই সঙ্গে বলা হয়েছে, ‘এয়ারফিল্ড পার্কিং লটে আগুন লেগেছিল, যদিও তা দ্রুত নিভিয়ে ফেলা হয়েছে।’

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের খবরে জানা যাচ্ছে, রাশিয়ার যে তু-২২ বোমারু বিধ্বস্ত হয়েছে, সেগুলো শব্দের দ্বিগুণ গতিতে চলাচল করতে পারে। ইউক্রেন যুদ্ধে এই বিমানগুলো ব্যাপকভাবে ব্যবহার করা হয়েছে।

এই ঘটনার পর মস্কোর বড় তিনটি বিমানবন্দরে বিমান চলাচল স্থগিত ছিল। পরে আন্তর্জাতিক দুটি বিমান বন্দরে আবার বিমান চলাচলের জন্য খুলে দেওয়া হয়।