আন্তর্জাতিক আইন মেনেই রাশিয়ায় ড্রোন হামলা চালাচ্ছে ইউক্রেন : জার্মানি

Looks like you've blocked notifications!
জার্মানির পররাষ্ট্রমন্ত্রী অ্যানালেনা বেয়ারবক। ছবি : এএফপি

সম্প্রতি রাশিয়ায় ড্রোন হামলা চালানো শুরু করেছে ইউক্রেন। পাল্টা আক্রমণের ঘোষণার পর থেকেই হামলা চালাচ্ছে কিয়েভ বাহিনী, যা দিনকে দিন বাড়ছে। আর এসব হামলা আন্তর্জাতিক আইন মেনেই করা হচ্ছে বলে দাবি করছে ইউরোপের বৃহৎ অর্থনীতির দেশ জার্মানি। এসব হামলাকে স্বীকৃতি দিয়ে আজ মঙ্গলবার (২২ আগস্ট) জার্মানির পররাষ্ট্রমন্ত্রী অ্যানালেনা বেয়ারবক বলেন, ‘ইউক্রেনের ড্রোন হামলাকে আন্তর্জাতিক আইনের সঙ্গে সঙ্গতিপূর্ণ।’ খবর এএফপির।

এক সংবাদ সম্মেলনে ড্রোন হামলা নিয়ে প্রশ্ন করা হলে অ্যানালেনা বেয়ারবক বলেন, ‘রাশিয়া ইউক্রেনে হামলা চালাচ্ছে। তাই ইউক্রেনীয়দের তাদের দেশকে রক্ষা করার আইনি অধিকার আছে।’ জার্মান পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রাশিয়া ইউক্রেনের বেসামরিক অবকাঠামো, শস্য গুদাম, হাসপাতাল এবং গীর্জাসহ বিভিন্ন স্থাপনাকে লক্ষ্যবস্তু করেছে। ইউক্রেন আন্তর্জাতিক আইনের সীমানায় নিজেদের রক্ষা করছে।’

এএফপি জানিয়েছে, মস্কো ও কিয়েভ প্রায়শ ড্রোন হামলার কথা জানিয়েছে। তবে, সম্প্রতি রুশ ভূখণ্ডে হামলা নিয়মিত হচ্ছে। সোমবার রাতে দুটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে মস্কো। যদিও হামলার জেরে মস্কোর ভনুকোভো, শেরেমেতিয়েভো ও ডোমোদেডোভো বিমানবন্দরে বিমান চলাচল কিছুক্ষণের জন্য বন্ধ করে দেওয়া হয়। এ নিয়ে টানা পাঁচ রাতে মস্কো ও এর আশেপাশের এলাকাকে উদ্দেশ্যে করে হামলা চালানো হয়েছে।