এবার সেদ্ধ চাল রপ্তানির ওপর ২০ শতাংশ শুল্ক আরোপ করল ভারত

Looks like you've blocked notifications!

এবার সেদ্ধ চাল রপ্তানিতে ২০ শতাংশ শুল্ক আরোপ করেছে ভারত। আজ শনিবার (২৬ আগস্ট) দেশটির অর্থ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছেন। এর সপ্তাহখানেক আগে দেশটির কেন্দ্রীয় সরকার আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত পেঁয়াজ রপ্তানিতে ৪০ শতাংশ শুল্ক আরোপ করে। তারও আগে গত ২০ জুলাই বাসমতি বাদে সব ধরনের চাল রপ্তানি বন্ধের ঘোষণা দেয় দেশটি। 

আজ হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশের ভেতরে চালের দাম ঠিক রাখতে ভারতের অর্থমন্ত্রণালয় সেদ্ধ চাল রপ্তানিতে ২০ শতাংশ শুল্ক আরোপ করেছে। 

সেদেশের সরকার দেশের বাজার নিয়ন্ত্রণে খাদ্য বাণিজ্যের ওপর নানা পদক্ষেপ নিচ্ছে। সেদ্ধ চাল রপ্তানিতে যে শুল্ক আরোপ করা হয়েছে তা আগামী ১৬ অক্টোবর পর্যন্ত কার্যকর থাকবে। অভ্যন্তরীণ বাজারে সহজ প্রাপ্যতা ও দাম কমানোর জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে ভারতের খাদ্য ও ভোক্তাবিষয়ক মন্ত্রণালয়।

এদিকে গত ১৯ আগস্ট এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, ওই দিন থেকে ভারতের বাজারে দাম বাড়ায় রন্ধন শিল্পে বহুল ব্যবহৃত পেঁয়াজ রপ্তানিতে ৪০ শতাংশ শুল্ক আরোপ করে দেশটি। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এই শুল্ক আরোপ থাকবে। 

প্রতিবেদনে ভারতীয় গণমাধ্যমটি জানিয়েছে, চলতি মাসে ভারতের বাজারে পেঁয়াজের দাম ক্রমাগতভাবে বৃদ্ধি পাচ্ছে। এই বৃদ্ধির ভাব আগামী সেপ্টেম্বরেও থাকবে। এর জেরেই পেঁয়াজ রপ্তানিতে অতিরিক্ত শুল্ক বসানো হয়েছে। আরোপিত এই শুল্ক অবিলম্বে কার্যকর হবে।