ইন্দোনেশিয়ায় সাত মাত্রার শক্তিশালী ভূমিকম্প

Looks like you've blocked notifications!
প্রতীকী ছবি

ইন্দোনেশিয়ার বালি সাগর এবং এর উপকূলীয় অঞ্চলে আজ মঙ্গলবার (২৯ আগস্ট) রিখটার স্কেলে সাত মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) এ তথ্য জানিয়েছে। খবর এনডিটিভির।

ইএমএসসি জানায়, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ইন্দোনেশিয়ার মাতারাম থেকে ২০১ কিলোমিটার উত্তরে এবং ভূপৃষ্ঠ থেকে ৫১৮ কিলোমিটার নিচে।  

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্যমতে, ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ১। ভূমিকম্পটি ইন্দোনেশিয়ার পশ্চিম নুসা টেঙ্গারার বাংসালের কাছে ভূপৃষ্ঠ থেকে ৫২৫ কিলোমিটার গভীরে আঘাত হানে। এদিকে, মার্কিন সুনামি সতর্কীকরণ ব্যবস্থা বলেছে, সমুদ্রতলের গভীরে ভূমিকম্পের ফলে সুনামির আশঙ্কা নেই।