ইরাকে সন্ত্রাসবিরোধী অভিযানে ফরাসি সেনা নিহত
ইরাকে সন্ত্রাসবিরোধী অভিযানে ফ্রান্সের এলিট ফোর্সের একজন সদস্য নিহত হয়েছেন। ফ্রান্সের প্রেসিডেন্টের ইমানুয়েল ম্যাক্রোঁর বাসভবন থেকে আজ মঙ্গলবার (২৯ আগস্ট) এই তথ্য জানানো হয়। ফ্রান্সের এলিট ফোর্সের টিমটি সন্ত্রাসবিরোধী অভিযানে ইরাকের একটি ইউনিটকে সাহায্য করছিল বলে জানা গেছে। খবর এএফপির।
এক বিবৃতিতে ফ্রান্সের প্রেসিডেন্টের বাসভবন এলিসি প্রসাদ থেকে বলা হয়, মারা যাওয়া সার্জেন্ট নিকোলাস মাজিয়ের বিমান বাহিনীর প্যারাট্রুপার। মিশন পরিচালনার সময় যুদ্ধে তিনি নিহত হয়েছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ম্যাক্রোঁ। এই অভিযানে ফ্রান্সের আরও এক সেনা সদস্য আহত হয়েছেন বলে ওই বিবৃতিতে জানানো হয়।
এর আগে, ফ্রান্সের প্রতিরক্ষা প্রধান অপর এক বিবৃতিতে জানান, বাগদাদের প্রায় ১০০ কিলোমিটার (৬০ মাইল) উত্তরে ইরাকি বাহিনীকে সমর্থন করার একটি অভিযানে মাজিয়ের গুরত্বর আহত হয়েছেন। একই ঘটনায় আরও চার সেনা আহত হয়েছেন।
বিবৃতিটিতে আরও বলা হয়, অভিযানের সময় দুর্গম একটি এলাকা থেকে ইরাকি বাহিনীর ওপর হামলা চালায় সশস্ত্র সন্ত্রাসীরা। ওই সময়েই তাৎক্ষনিকভাবে ফ্রেঞ্চ বাহিনী সাহায্যের জন্য এগিয়ে যায়। এতে করে সন্ত্রাসীদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
ইরাকের নিরাপত্তা বাহিনীর একটি সূত্র এএফপিকে বলছে, সালাহ আল-দীন প্রদেশের পার্শ্ববর্তী এলাকায় সোমবার গভীর রাতে ইরাক ও ফরাসি বাহিনীর ওপর অতর্কিত হামলা চালায় ইসলামিক স্টেট গ্রুপ। দুপক্ষের মধ্যে পাঁচ ঘণ্টারও বেশি সময় ধরে লড়াই চলে। এতে ইরাকি বাহিনীর তিন সদস্য আহত ও ফ্রেঞ্চ বাহিনীর পাঁচ সদস্য আহত হয়।