রাশিয়া থেকে ইউরোপে এলএনজি আমদানি বেড়েছে

Looks like you've blocked notifications!
ছবি : এএফপি

ইউক্রেনে আগ্রাসনের জেরে রাশিয়ার বিরুদ্ধে একের পর এক নিষেধাজ্ঞা দিয়েছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলো। রাশিয়ার জীবাশ্ম জ্বালানি নির্ভর দেশগুলো মস্কো থেকে তেল আমদানি কমানোর কথা জানিয়েছিল। তা সত্ত্বেও রাশিয়া থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কিনছে ইইউভুক্ত দেশগুলো। আমদানি করা এলএনজির পরিমাণ ইউক্রেন আগ্রাসনের আগের থেকেও বেশি। আন্তর্জাতিক অলাভজনক সংস্থা (এনজিও) গ্লোবাল উইটনেসের বরাতে আজ বুধবার (৩০ আগস্ট) এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।

লন্ডন ও ওয়াশিংটনভিত্তিক গ্লোবাল উইটনেস জানিয়েছে, ২০২১ সালের প্রথম সাত মাসে ইইউভুক্ত দেশগুলো যতটুকু রাশিয়ার এলএনজি আমদানি করেছে তার থেকে ৪০ শতাংশ বেশি আমদানি করেছে চলতি বছরের প্রথম সাত মাসে।

বিশ্লেষণকারী সংস্থা কেপলারের তথ্য বিশ্লেষণ করে এনজিওটি বলেছে, চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ইইউভুক্ত দেশগুলো রাশিয়া থেকে দুই কোটি ২০ লাখ কিউবিক মিটার এলএনজি আমদানি করেছে। এর মধ্যে আমদানির শীর্ষে রয়েছে স্পেন। ইইউভুক্ত দেশগুলোর রাশিয়া থেকে সর্বমোট এলএনজি আমদানির ১৮ শতাংশই করেছে দেশটি। আর ১৭ শতাংশ আমদানি করে তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে বেলজিয়াম।

আল-জাজিরা বলছে, ২০২৭ সালের মধ্যে রাশিয়ার জীবাশ্ম জ্বালানির ওপর থেকে নির্ভরতা একবারে শেষ করে দিতে চায় ইইউ। তবে, এলএনজি আমদানির এই ঊর্ধ্বমুখী এই প্রভাব ইইউর লক্ষ্যকে বাধাগ্রস্ত করে।

গ্লোবাল উইটনেসের কর্মী জনাথন নোরোনহা-গ্যান্ট বলেন, ‘রাশিয়া থেকে গ্যাস কেনা মানে ইউক্রেন যুদ্ধে অর্থ যোগানে মস্কোকে সহায়তা করা।’