পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় ৯ সৈন্য নিহত

Looks like you've blocked notifications!
পাকিস্তানের মানচিত্রের ফাইল ছবি

পাকিস্তানের পশ্চিমাঞ্চলে আত্মঘাতী বোমা হামলায় সামরিক বাহিনীর নয় সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবারের (৩১ আগস্ট) এ ঘটনায় হামলাকারী একটি মোটরবাইকসহ সামরিক বাহিনীর বহরে ঢুকে পড়ে। এতে হতাহতের এই ঘটনা ঘটে। সেনাবাহিনী ও কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানিয়েছে এএফপি।

প্রতিবেদনে ফরাসি সংবাদ সংস্থাটি জানিয়েছে, আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসার পর থেকে পাকিস্তানের বিভিন্ন এলাকায় ও সীমান্তে বোমা হামলা বেড়েছে। গতকালের ঘটনাটি নিয়ে সেনাবাহিনীর মিডিয়া উইং বলেন, ‘সীমান্ত থেকে ৬১ কিলোমিটার বা ৩৮ মাইল দূরের বান্নু জেলায় আত্মঘাতী হামলার ঘটনাটি ঘটেছে। মোটরসাইকেলে আসা ওই ব্যক্তি বোমা হামলায় নিহত হয়েছে।’

এএফপি বলছে, ওই সীমান্ত প্রদেশটিতে সন্ত্রাসীগোষ্ঠাদের তৎপরতা ব্যাপকহারে বেড়েছে। মূলত দেশটিতে সৃষ্ট কট্টরপন্থি জঙ্গিসংগঠন তেহরিক-ই-তালেবান (টিটিপি) অরক্ষিত সীমান্তটি ব্যবহার করে।

প্রাদেশিক মন্ত্রী ফিরোজ জামাল শাহ এএফপিকে বলেন, ‘ওই আত্মঘাতী বোমা হামলাকারী একটি মোটরসাইকেলে এসেছিল এবং সামিরক বাহিনীর বহরে থাকা একটি ট্রাকে আঘাত করে।’ পাকিস্তানের সেনাবাহিনী বলছে, জানি খেল শহরের পাশের এই হামলায় আরও পাঁচ সৈন্য আহত হয়েছে।। তবে, জামাল শাহের তথ্য মতে, আহত হয়েছে মোট ২০ সৈন্য।

পাকিস্তানের কেয়ারটেকার সরকারের প্রধানমন্ত্রী আনোয়ারুল-হক-কাকার এই হামলাকে একটি কাপুরুষোচিত সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে আখ্যায়িত করেছেন।

এএফপি জানিয়েছে, আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় হুমকি টিটিপি। ইসলামাবাদ বলছে, আফগানিস্তানে নিরাপদে থাকছে সন্ত্রাসী সংগঠনটির সদস্যরা। সর্বশেষ কয়েক মাস ধরেই টিটিপি পাকিস্তানের পুলিশ ও সেনাবাহিনীকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।