ব্রাজিলে জি-২০ সম্মেলনে যোগ দিলেও গ্রেপ্তার হবেন না পুতিন : লুলা

Looks like you've blocked notifications!
ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার ফাইল ছবি এএফপির

আগামী বছরে জি-২০ সম্মেলন অনুষ্ঠিত হবে ব্রাজিলের রিও ডি জেনেরিও শহরে। এই সম্মেলনে যোগ দিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ব্রাজিলে গেলেও তিনি সেখানে গ্রেপ্তার হবেন না। দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা এ তথ্য জানিয়েছেন। খবর এএফপির।

প্রতিবেদনে ফরাসি সংবাদ সংস্থাটি জানিয়েছে, দিল্লিতে চলা জি-২০ সম্মেলনে অংশ নেননি পুতিন। সম্ভাব্য কূটনৈতিক সমস্যা ও আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানার জেরে তিনি সেখানে যাননি। ভারতে গেলে তাকে আটক করা হতে পারে বলে ধারণা করা হচ্ছিল।

ইউক্রেনীয় শিশুদের বেআইনিভাবে রাশিয়ায় নির্বাসনসহ যুদ্ধাপরাধের অভিযোগে পুতিনের বিরুদ্ধে গত মার্চে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল আইসিসি। তবে, ভারত আইসিসির সদস্য দেশ নয়। ক্রেমলিন জোর দিয়ে বলছে, পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা অকার্যকর।

ভারতে হওয়া বিশ্বের বৃহৎ অর্থনীতির দেশগুলোর সম্মেলনে পুতিন না গিয়ে পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভকে পাঠিয়েছে।

এএফপি জানিয়েছে, আইসিসির সদস্য দেশ ব্রাজিল। ভারতের গণমাধ্যম ফাস্টপোস্টকে এক সাক্ষাৎকারে শনিবার লুলা বলেন, ‘আমাগী বছরের সম্মেলনে পুতিনকে আমন্ত্রণ জানানো হবে। আমরা শান্তি উপভোগ করি এবং মানুষের সঙ্গে ভালো আচরণ করতে পছন্দ করি। আমি বিশ্বাস করি, পুতিন সহজেই ব্রাজিলে যেতে পারবেন।’

লুলা আরও বলেন, ‘যদি আমি ব্রাজিলের প্রেসিডেন্ট থাকি এবং তিনি (পুতিন) যদি ব্রাজিলে আসেন, তাহলে তাকে কোনোভাবেই গ্রেপ্তার করা হবে না।’ আগামী বছর রাশিয়া অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে লুলা উপস্থিত থাকবেন বলেও জানিয়েছেন।