কিমের সঙ্গে সাক্ষাৎ করতে চান ফুমিও কিশিদা

Looks like you've blocked notifications!
উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন (বামে) ও জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। এএফপির ফাইল ছবি

উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের সঙ্গে সাক্ষাৎ করতে আগ্রহী জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। কোনো শর্ত ছাড়াই তিনি কিমের সঙ্গে দেখা করতে চান। আজ শুক্রবার (১৫ সেপ্টেম্বর) জাপানের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। খবর এএফপির।

সংবাদ সংস্থাটি জানায়, এর আগেও জাপানের প্রধানমন্ত্রী কিমের সঙ্গে আলোচনার আগ্রহ প্রকাশ করেছেন। তবে, উত্তর কোরিয়ার শীর্ষ নেতা মস্কো সফরে রয়েছেন। তার এই সফরের মধ্যেই জাপান থেকে এ খবর এলো।

আজ শুক্রবার নিয়মিত সংবাদ সম্মেলনে জাপানের মন্ত্রিসভার সচিব হিরুকাজু মাতসুনু বলেন, ‘আমরা দ্রুত প্রধানমন্ত্রীসহ ঊর্ধ্বতনদের একটি বৈঠক করতে চাই। যেকোনো সময় এবং কোনো শর্ত ছাড়াই সরাসরি কিমের মুখোমুখি হওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী কিশিদা।’

রাশিয়া সফরে থাকা কিম গত বুধবার (১৩ সেপ্টেম্বর) রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এরপরেই তিনি রাশিয়ার কমসোমলস্ক-অন-আমুরে যান। ওই শহরে একটি সামরিক বিমান কারখানা পরিদর্শন করেছেন কিম।

দীর্ঘদিনের মিত্র রাশিয়া ও উত্তর কোরিয়া উভয়েই নিষেধাজ্ঞার কবলে পড়েছে। ইউক্রেন সংঘাতের জন্য মস্কো এবং পারমাণবিক পরীক্ষার জন্য পিয়ংইয়ং যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞার কবলে রয়েছে।

গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে জাপানের পররাষ্ট্রমন্ত্রী ইয়োকো কামিকাওয়া বলেন, ‘মস্কো-পিয়ংইয়ংয়ের আলোচনার ওপর উদ্বেগের সঙ্গে নজর রাখছে টোকিও।’