মেক্সিকোর মাদকসম্রাট এল চাপোর ছেলেকে যুক্তরাষ্ট্রে হস্তান্তর

Looks like you've blocked notifications!
গ্রেপ্তার করা হচ্ছে মেক্সিকোর মাদকসম্রাট এল চাপোর ছেলে অভিদিও গুজম্যানকে। ছবিটি এএফপির ভিডিও থেকে নেওয়া

মেক্সিকোর মাদকসম্রাট হোয়াকিন ‘এল চাপো’ গুজম্যানের ছেলে অভিদিও গুজম্যানকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করা হয়েছে। দেশটির স্থানীয় সময় শুক্রবার (১৫ সেপ্টেম্বর) আদালতে মাদক মামলায় তাকে তোলার জন্য যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করা হয়। মার্কিন অ্যার্টনি জেনারেল মেরিক গারল্যান্ডের বরাতে এ তথ্য জানিয়েছে ফরাসি সংবাদ সংস্থা এএফপি।

‘এল রাতন’ বা ‘দ্য মাউস’ নামে পরিচিত অভিদিও গুজম্যানকে চলতি বছরের জানুয়ারিতে গ্রেপ্তার করে মেক্সিকো। একই বছরের শুরুতে যুক্তরাষ্ট্রে মাদক পাচারের অভিযোগ অভিযুক্ত করা হয় তাকে।

অভিদিও গুজম্যানের বাবা এল চাপো কুখ্যাত মাদক সম্রাট। বিশ্বের বৃহত্তম মাদক সিন্ডিকেট চালানোর জন্য ২০১৯ সালে দোষী সাব্যস্ত হন তিনি। বর্তমানে কলোরাডোর একটি কারাগারে বন্দি রয়েছেন এল চাপো।

মেক্সিকোর সিনালোয়া রাজ্যে ‘সিনালোয়া কার্টেল’ নামে মাদক সাম্রাজ্য গড়ে তুলেছিলেন এল চাপো। তিনি গ্রেপ্তার হওয়ার পর ছেলেরাই সেটার দেখভাল করে আসছিলেন।

মাদকের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের লাগাতার পদক্ষেপের বিষয়টিকে স্বাগত জানিয়েছে মার্কিন অ্যার্টনি জেনারেল মেরিক গারল্যান্ড। তিনি বলেন, ‘দেশের অনেক সম্প্রদায়কে মহামারি মাদক শেষ করে দিয়েছে। দায়ীদের জবাবদিহিতার জন্য বিচার বিভাগ যেসব পদক্ষেপ নিচ্ছে তা প্রশংসার দাবিদার।’

মেক্সিকোর সঙ্গে চলমান সহযোগিতার জেরে অভিদিও গুজম্যানকে যুক্তরাষ্ট্রে আনা হচ্ছে বলে জানিয়েছে হোয়াইট হাউজ। বিষয়টির প্রশংসা করে হোয়াইট হাউজ থেকে বলা হয়, জো বাইডেনের প্রশাসন মাদকবিরোধী প্রচেষ্টা নিয়ে মেক্সিকোর সঙ্গে আগের সংকট কাটিয়ে উঠতে আগ্রহী। হোয়াইট হাউজ থেকে প্রকাশিত এক বিবৃতিতে দেশটির নিরাপত্তা পরামর্শক লিজ শেরওড-র‌্যান্ডাল বলেন, ‘আমাদের মেক্সিকান অংশীদারদের ধন্যবাদ জানাই। আমাদের দেশের জনগণদের সহিংস অপরাধীদের থেকে রক্ষা করার জন্য কাজ করছে তারা।’