যুক্তরাষ্ট্র-ইরান বন্দি বিনিময় : ৬০০ কোটি ডলার ফিরে পেল ইরান
বন্দি বিনিময় চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র ও ইরান দুটি দেশই পাঁচজন করে বন্দিকে নিজ নিজ দেশের কারাগার থেকে মুক্তি দিয়েছে। এই চুক্তির আওতায় দক্ষিণ কোরিয়ায় জব্দ করা ইরানের ৬০০ কোটি ডলারের সম্পদও হস্তান্তর করা হয়েছে।
এই চুক্তির বিষয়টি জনসম্মুখে আসে গত ১০ আগস্ট। আর ধারণা করা হচ্ছে এর মাধ্যমে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে তিক্ত সম্পর্কের কিছুটা হলেও অবসান হবে, যদিও দুদেশের মধ্যে বিভিন্ন ইস্যুতে বৈরীতা চলছেই।
এদিকে, যুক্তরাষ্ট্র থেকে মুক্তির অপেক্ষায় থাকা পাঁচজন নাগরিকের নাম প্রকাশ করেছে ইরান। এদের মধ্যে রয়েছে রেজা সারহাংপোর কাফরানি ও কামবিজ আত্তার কাশানির নাম, যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তেহরানের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা লঙ্ঘনের মতো বিষয়।
তৃতীয় ব্যক্তি হলেন কাভেহ লোতফোলা আফরাসিয়াবি। তাকে বোস্টনে তার বাড়ি থেকে ২০২১ সালে গ্রেপ্তার করা হয় এই অভিযোগে যে তিনি ইরানের এজেন্ট হিসেবে যুক্তরাষ্ট্রে কাজ করছিলেন।
বাকী দুজন হলেনমেহেরদাদ মইন আনসারি ও আমিন হাসানজাদেহ। এই দুজনের বিরুদ্ধে ইরানি নিরাপত্তা বাহিনীর সংশ্লিষ্টতার অভিযোগ এনেছিল যুক্তরাষ্ট্র।
তবে পাঁচ ইরানি নাগরিকের মধ্যে মাত্র দুজন ইরানে ফিরে আসছে বলে জানা গেছে। বাকী তিনজনের একজন তৃতীয় একটি দেশে ও অন্য দুজন যুক্তরাষ্ট্রেই অবস্থান করবেন।
অন্যদিকে, ইরানের কারাগারে বন্দি পাঁচজন মার্কিন নাগরিককে দেশটি ছেড়ে যেতে কাতারের বিমানে উঠিয়ে দেওয়া হয়েছে বলে রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়।
ইরানের কেন্দ্রীয় ব্যাংকের প্রধান রেজা ফারজিন এক ঘোষণায় বলেন কেশাভারজি, শাহর, পাসারগাদ, গারদেশগারি, কারাফারিন ও সামান নামের ছয়টি ব্যাংকে কাতার শাখার হিসাবে ইতোমধ্যে ৬০০ কোটি ডলার পৌঁছে গেছে। সুইফট সিস্টেমের আওতায় দুটি কাতারি ব্যাংকের মধ্যস্থতায় এই অর্থ ইরানের ব্যাংক হিসাবে যুক্ত হয়।