চীনের পূর্বাঞ্চলে টর্নেডোতে পাঁচ জন নিহত

Looks like you've blocked notifications!
চীনের জিয়াংসু প্রদেশের সুকিয়ানেতে টর্নেডোর আঘাতে বাড়িঘর লণ্ডভণ্ড হয়ে গেছে। ছবি : এএফপি

চীনের পূর্বাঞ্চলে শক্তিশালী টর্নেডোতে পাঁচজন নিহত হয়েছে। একই ঘটনায় গুরুত্বর আহত হয়েছে আরও চারজন। আজ বুধবার (২০ সেপেটম্বর) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। খবর এএফপির।

সম্প্রচার মাধ্যম সিসিটিভি জানিয়েছে, ‘মঙ্গলবার বিকেলে জিয়াংসু প্রদেশের সুকিয়ানে একটি শক্তিশালী টর্নেডো আঘাত হানে। এতে ওই এলাকায় প্রাণহানি ও সম্পত্তির ক্ষতি হয়েছে।

প্রাথমিক তথ্যানুযায়ী, এই প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছে সাড়ে পাঁচ হাজারেরও বেশি মানুষ। ধ্বংস হয়ে গেছে ১৩৭টি বাড়ি। টের্নেডোর জেরে স্থানান্তরিত হয়েছে ৪০০ লোক।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম পিপলস ডেইলি সামাজিক যোগাযোগ মাধ্যমে টর্নেডোর সময়ের কয়েকটি ভিডিও পোস্ট করেছে। এতে দেখা যায়, প্রবল বাতাস আবাসিক বাড়িগুলোর ধ্বংসাবশেষ উড়িয়ে নিয়ে যাচ্ছে। রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিভিন্ন জিনিস।

এএফপ বলছে, চীন এই গ্রীষ্মে রেকর্ড বৃষ্টি ও তাপদাহ দেখেছে। বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণেই এমনটি হচ্ছে। আর সামনের দিকে এই ধরনের চরম আবহাওয়ার ঘটনাগুলো আরও বাড়বে।