ফক্স নিউজের নেতৃত্বে এলেন রুপার্ট মারডকের ছেলে লাচলান

Looks like you've blocked notifications!
মিডিয়া টাইকুন রুপার্ট মারডক ও তার ছেলে লাচলান। এএফপির ফাইল ছবি

মিডিয়া টাইকুন রুপার্ট মারডক ফক্স ও নিউজ করপোরেশনের চেয়ারম্যান পদ থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছেন। এই মার্কিন ধনকুবেরের জায়গায় স্থলাভিষিক্ত হচ্ছেন তার ছেলে লাচলান। আজ শুক্রবার (২২ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) কর্মীদের উদ্দেশে লিখিত বার্তায় রুপার্ট মারডক বলেন, ‘ভিন্ন নেতৃত্বে যাওয়ার সঠিক সময় এখনই।’ 

১৯৯৬ সালে সম্প্রচারমাধ্যম ফক্স নিউজ প্রতিষ্ঠা করেন ৯২ বছর বয়সী এই ধনকুবের। বর্তমানে যুক্তরাষ্ট্রের অন্যতম দর্শকনন্দিত সম্প্রচারমাধ্যম ফক্স নিউজ।

কর্মীদের উদ্দেশে এক বার্তায় রুপার্ট বলেন, ‘আমাদের কোম্পানিগুলো বলিষ্ঠ অবস্থানে রয়েছে, যেমনটা আমি রয়েছি। আমাদের সুযোগগুলো আমাদের বাণিজ্যিক চ্যালেঞ্জগুলোকে ছাড়িয়ে গেছে। সামনের বছরগুলো সম্পর্কে আমাদের আশাবাদী হওয়ার কারণ রয়েছে। আমি অবশ্যই আছি এবং সেগুলোতে অংশগ্রহণের জন্য পরিকল্পনা করছি।’

ফক্স নিউজ ও নিউজ করপোরেশনের দায়িত্বে আসা ৫২ বছর বয়সী লানচান মারডক রুপার্টের দ্বিতীয় স্ত্রী সাংবাদিক আনা মারিয়া দেপেয়েস্তারের ছেলে। এই মিডিয়া টাইকুন এখন পর্যন্ত চারবার বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন। তার ছয় সন্তান রয়েছে। এর মধ্যে বেশিরভাগ সন্তানই ব্যবসার ক্ষেত্রে বাবার পথেই হাঁটছেন।

১৯৯০ দশকের শেষের দিকে বাবার ব্যবসাতে একজন নির্বাহী হিসেবে আবির্ভাব ঘটেছিল লাচলানের। ফক্স নিউজের তৎকালীন প্রধান রজার আইলসের সঙ্গে দ্বন্দ্বের জেরে ২০০৫ সালে তিনি পদটি ছেড়েছিলেন। ২০১৪ সালে ফের বাবার ব্যবসায়ে ফেরেন লাচলান।

২২ বছর বয়সে সংবাদপত্রের ব্যবসা শুরু করেন রুপার্ট মারডক। বিশ্বের পাঁচটি দেশে ১২০টি পত্রিকার মালিক রুপার্ট ও তার পরিবারের সদস্যরা। মার্কিন ফক্স নিউজ, ওয়াল স্ট্রিট জার্নাল, ইংল্যান্ডের দ্য সান ও দ্য টাইমসের মালিক তারা। ধনকুবের রুপার্টের বর্তমানে ১৭ দশমিক চার বিলিয়ন ডলার মূল্যের সম্পদ রয়েছে।