থাইল্যান্ডের রাজতন্ত্র সংস্কারের দাবি জানানো অধিকারকর্মীর চার বছরের জেল

Looks like you've blocked notifications!
থাইল্যান্ডের অধিকার কর্মী ও আইনজীবী আনন নাম্পার ফাইল ছবি এএফপির

থাইল্যান্ডের রাজকীয় ব্যবস্থায় আরও স্বচ্ছতা ও জবাবদিহিতা আনতে তিন বছর আগে দেশটিতে বিক্ষোভ হয়েছিল। ওই সময় রাজতন্ত্র সংস্কারের দাবি জানানো অধিকার কর্মী ও আইনজীবী আনন নাম্পাকে চার বছরের সাজা দিয়েছে দেশটির একটি আদালত। একইসঙ্গে ওই সময় জারিকৃত জরুরি ডিক্রিকে ভঙ্গ করায় তাকে ২০ হাজার থাই বাথ (থাইল্যান্ডের মুদ্রা) বা ৫৫১ মার্কিন ডলার জরিমানা করা হয়েছে। খবর আল-জাজিরার।

রায়ের বিষয়টি নিশ্চিত করে আননের আইনজীবী বলেন, এ রায়ের বিরুদ্ধে আপিল করা হবে।

প্রতিবেদনে আল-জাজিরা জানায়, আননের বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে সেগুলো ২০২০ সালের অক্টোবরের। ওই সময়ে দেশটিতে রাজতন্ত্র ও রাজনৈতিক সংস্কারে দাবিতে বিক্ষোভ হয়েছিল। বিক্ষোভের সম্মুখভাগে থাকা আনন অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসা তৎকালীন প্রধানমন্ত্রী প্রায়ুথ চ্যান-ওচার পদত্যাগ ও নতুন একটি সংবিধান প্রণয়নের দাবি করেছিলেন। ওই বিক্ষোভ দমাতে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী শক্তি প্রয়োগ করেছিল।

এর আগে আনন আল-জাজিরাকে এক সাক্ষাৎকারে বলেছিলেন, ক্ষমার অযোগ্য রাজকীয় আইনের জন্য আমাকে গ্রেপ্তার করা হতে পারে। আর এই আইন দেশটির রাজা মাহাভাজিরালংকর্ন ও তার পরিবারকে সমালোচনা থেকে রক্ষা করে।

রাজা ও রাজপরিবারের অন্য সদস্যদের সমালোচনা কার্যত নিষিদ্ধ করে থাইল্যান্ডে কঠোর আইন বিদ্যমান আছে।